Happy New Year 2023: গাড়ি চালানোর সময় শরীরে কতটা অ্যালকোহল থাকলে ধরবে পুলিশ ?
নতুন বছরে পা দেওয়ার আগে মাথায় রাখতে হবে এই নিয়মগুলি। মদ্যপান করে গাড়ি চালালে বছরের শুরুতেই লাগবে বড় ধাক্কা। সেই ক্ষেত্রে জেনে নেওয়া উচিত ট্রাফিক নিয়ম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের ট্রাফিক নিয়ম বলছে,মদ্যপান করে গাড়ি চালানো অপরাধ। যে ব্যক্তি এই কাজ করবে তাকে ধরলেই চালান কাটবে পুলিশ। পরিস্থিতি অনুযায়ী জেল হতে পারে অভিযুক্তের। আপনি যদি প্রথমবার অ্যালকোহল নিয়ে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনাকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
মোটর ভেহিক্যাল অ্যাক্ট আইন অনুসারে আপনাকে ছয় মাসের জন্য জেল বা জরিমানা অথবা জেল উভয়ই হতে পারে। কোনওকারণে এখই অপরাধের জন্য দ্বিতীয়বার ধরা পড়লে, আপনার ২ বছরের জেল অথবা ১৫,০০০ টাকার চালান হতে পারে।
আপনি কি জানেন ঠিক কতটা অ্যালকোহল খেয়ে গাড়ি চালালে পুলিশ আপনাকে ধরতে পারবে না। আপনি যদি অ্যালকোহল পান করে গাড়ি চালান ও ট্রাফিক পুলিশ সন্দেহ করে, তাহলে তারা আপনার BAC পরীক্ষা করবে। সেই সময় পুলিশ আপনার গাড়ি থামাতে পারে ও প্রয়োজনে এটি বাজেয়াপ্ত করতে পারে।
আপনি যদি পরিমিত অ্যালকোহল পান করেন তবে আপনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে ট্রাফিক পুলিশ। বিএসি পরীক্ষায়, যদি আপনার রক্তে অ্যালকোহলের পরিমাণ প্রতি ১০০ মিলি রক্তে ৩০ মিলিগ্রাম পাওয়া যায়, তাহলে আপনি গাড়ি চালাতে পারেন। এই অবস্থায় আপনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।
কিন্তু, আপনার রক্তে অ্যালকোহলের পরিমাণ এর বেশি হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনেকে পার্টি করে নববর্ষ উদযাপন করে। আবার অনেকে অ্যালকোহলও পান করেন। আপনিও যদি নিউ ইয়ার পার্টিতে অ্যালকোহল পান করতে টান, তবে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ সংক্রান্ত এই নিয়মটি মাথায় রেখে অ্যালকোহল পান করুন।
পার্টির পরে যদি আপনাকে সেখানে গাড়ি চালাতে হয়, তবে সীমিত পরিমাণ অ্যালকোহল পান করুন বা একেবারেই অ্যালকোহল সেবন না করার চেষ্টা করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -