শারদ আনন্দ ২০২০: মন্ডপ নাকি রঙের কারখানা? বকুলবাগান সর্বজনীনের বিষয়ভাবনায় - 'রং-বেরং'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2020 01:11 PM (IST)
1
মন্ডপে মানা হবে সমস্ত সুরক্ষা ব্যবস্থা। ভীড় এড়াতে একাধিক জায়েন্ট স্ক্রিন দেওয়ার ভাবনা।
2
মন্ডপ নয় যেন রঙের কারখানা। শ্রমিকদের বার্তা রয়েছে ৯৩তম বর্ষের বকুলবাগান সর্বজনীনের দুর্গাপুজোয়।
3
দুর্গামায়ের কাছে সকলের এবার একটাই প্রার্থনা। দূর হোক করোনা। এবারে স্বাস্থ্যবিধি মেনে পুজো হবে। অঞ্জলি থেকে ভোগ বিতরণ, পুজোর চেনা ছবি বদলে যাবে এবার। বকুলবাগান সর্বজনীনের পুজো ঘুরে দেখল এবিপি আনন্দ।
4
গোটা মন্ডপ জুড়ে রয়েছে রঙ, রঙের কৌটো। বিষয়ভাবনার নাম রং বেরং।