Mangal Shobhajatra: রঙিন কাগজের পুতুলে সাজানো, মঙ্গল শোভাযাত্রায় উপচে পড়ল ভিড়
আগামীকাল, ১৫ এপ্রিল ভারতে পালিত হবে বাংলা নববর্ষ। ১৪৩০ বঙ্গাব্দের উদযাপনে বর্ণাঢ্য পদযাত্রা হল বাংলাদেশের ঢাকায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার আয়োদিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রা বের হয়ে শাহবাগ মোড় হয়ে ফের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক-শিক্ষক সবাই উপস্থিত ছিলেন। আরও নানা পেশার-বৃত্তের মানুষ উপস্থিত ছিলেন এখানে।
লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই শোভাযাত্রায়।
বাঁশ ও কাগজ দিয়ে বিভিন্ন পুতুল তৈরি হয়েছিল, সেগুলো দিয়েই চলেছে শোভাযাত্রা।
গোটা শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা ছিল। বিপুল সংখ্যক পুলিশকর্মী উপস্থিত ছিলেন শোভাযাত্রার নিরাপত্তায়। গোটা এলাকায় কড়া নিরাপত্তা ছিল।
দীর্ঘদিন ধরেই মঙ্গল শোভাযাত্রা আয়োজন হয় ঢাকায়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই শোভাযাত্রা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -