7th pay commission: ১৬ মার্চ পেতে পারেন দারুন খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে আসবে ৩৮৬৯২ টাকা !
7th pay commission: হোলির আগে দারুণ খবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শীঘ্রই মহার্ঘ ভাতা (DA Hike) বাড়াতে চলেছে সরকার। সারা দেশে লক্ষ লক্ষ কর্মচারী বর্ধিত ডিএ (মহার্ঘ ভাতার) জন্য অপেক্ষা করছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষজ্ঞদের মতে, সরকার প্রতি বছর মার্চ মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করে। তাই আশা করা হচ্ছে, ১৬ মার্চ ডিএ নিয়ে বৈঠকে বসতে পারে সরকার। সেখানেই মহার্ঘ ভাতা নিয়ে হবে ঘোষণা।
শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মার্চ মাসের বেতনের সাথে নতুন মহার্ঘ ভাতার পুরো টাকা দেওয়া হবে। হোলির পরে কর্মচারীরা তাদের গত দু-মাসের সব টাকা পাবেন।
যদি আপনার মূল বেতন ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকার মধ্যে হয়, সেই ক্ষেত্রে ৩৪ শতাংশ হারে DA ধরলে আপনার মহার্ঘ ভাতা প্রতি মাসে ১৯৩৪৬ টাকা হবে। একই সময়ে কর্মীরা বকেয়া(Arrears) বাবদ ১৭,৩৩৯ টাকা পাবেন।
কর্মচারীদের ডিএ তাহলে মোট ১৭০৭ টাকা বাড়বে। যদি এটি বার্ষিক ভিত্তিতে গণনা করা হয়, তবে এই পরিমাণ প্রায় ২০৪৮৪ টাকা হবে। কর্মচারীদের মার্চ মাসে ২ মাসের বকেয়া দেওয়া হবে। সেই অনুযায়ী ৩৮,৬৯২ টাকা বকেয়া হিসাবে তাদের অ্যাকাউন্টে আসবে।
সম্প্রতি সেন্ট্রাল পাবলিক এন্টারপ্রাইজ সেক্টরের কর্মীদের বেতনে সংশোধন করা হয়েছে। আগে কর্মচারীরা প্রায় ১৭০ শতাংশ হারে ডিএ পেতেন। যা ১৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে কর্মচারীরা ১৮৪ শতাংশ হারে ডিএ পাবেন। সরকার এই কর্মচারীদের ডিএ ১৪ শতাংশ বাড়িয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -