Aadhaar Card Safety: প্যান কার্ড, আধার কার্ড নিয়ে চলছে জালিয়াতি ! এভাবে সুরক্ষিত রাখুন এই দুই জরুরি নথি

Aadhaar Card and PAN Card Safety: জালিয়াতি থেকে নিজের নথি সুরক্ষিত রাখতে কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাকে। আর বড় ভুল হয় আধার কার্ড বা প্যান কার্ডের ফটোকপি জমা দেওয়ার ক্ষেত্রে।

আধার কার্ড প্যান কার্ড সুরক্ষিত রাখবেন কীভাবে ?

1/9
ভারতের নাগরিকদের কাছে অত্যাবশ্যক হিসেবে থাকা দরকার আধার কার্ড ও প্যান কার্ড এবং ভোটার কার্ড। এর মধ্যে আধার ও প্যান কার্ড অনেক জায়গায় কাজে লাগে।
2/9
স্কুলে ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আধার ও প্যান কার্ড ছাড়া কাজ সম্পূর্ণ হবে না ভারতে। এটিই নাগরিকের পরিচয়পত্র।
3/9
এমনকী সরকারি কোনও প্রকল্পের সুবিধে পেতে হলেও এই দুই নথি আবশ্যিক। তবে আজকাল এই নথি জাল হচ্ছে, বিভিন্ন সাইবার জালিয়াতি চলছে।
4/9
এই জালিয়াতি থেকে নিজের নথি সুরক্ষিত রাখতে কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাকে। আর বড় ভুল হয় আধার কার্ড বা প্যান কার্ডের ফটোকপি জমা দেওয়ার ক্ষেত্রে।
5/9
আপনার জমা দেওয়া আধার ও প্যান কার্ডের নম্বর নিয়ে অসৎ ব্যক্তি খারাপ কাজেও ব্যবহার করতে পারে।
6/9
এই অবস্থায় ফটোকপির উপর আপনি কাজের বিবরণ লিখে দিতে পারেন। বা আধার কার্ড লক করে রাখতে পারেন আধার অ্যাপে গিয়ে।
7/9
অনেক সময়য় জালিয়াতি রুখতে আধার নম্বর দেওয়ার বদলে ভার্চুয়াল আইডি জমা দিলেও কাজ হয়ে যায় এবং আপনি নিরাপদেও থাকেন।
8/9
আপনার অনুমতি ছাড়া আপনার প্যান কার্ড অন্য কেউ ব্যবহার করছে কিনা তা জানতে পারবেন cibil.com ওয়েবসাইটে গিয়ে।
9/9
আধার কার্ডের ক্ষেত্রে তা লক করে রাখলে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি বললে তবেই কেউ তা ব্যবহার করতে পারবে।
Sponsored Links by Taboola