Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Aadhaar Card Types: ৪ ধরনের আধার কার্ড রয়েছে দেশে, কোন কার্ডে কী সুবিধা ?
আধার কার্ড (Aadhaar Card)আর কেবল পরিচয়পত্র নয়। আজকের দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি সবেতেই লাগে এই গুরুত্বপূর্ণ নথি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআধারের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ নথির মধ্যে পড়ে প্যান কার্ড(PAN Card)।
অন্যান্য আইডি প্রুফ থেকে আলাদা আধার কার্ড। এতে রয়েছে নাগরিকের বায়োমেট্রিক তথ্য। যাতে নাগরিকের আঙুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান করা হয়।
নাগরিকদের সুবিধার জন্য অনেক ধরনের আধার কার্ড তৈরি করা হয়েছে। মনে রাখবেন, যে এই সব আধার কার্ডে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর রয়েছে নাগরিকের।
১ Aadhaar Card Types: আধার লেটার : UIDAI সব নাগরিকের কাছে চিঠি আকারে আধার কার্ড পাঠায়। এটি একটি মোটা কাগজের আধার কার্ড, যাতে আমাদের সব তথ্য রেকর্ড করা থাকে। UIDAI কোনও ফি ছাড়াই আধার কার্ড তৈরি করে তা নাগরিকের বাড়ির ঠিকানায় পাঠায়।
২ Aadhaar Card Types: mAadhaar কার্ড : mAadhaar আসলে একটি মোবাইল অ্যাপ। এই মোবাইল অ্যাপের মাধ্যমে আধার কার্ড সফট কপি আকারে সুরক্ষিত থাকে। আপনি Google Play Store থেকে বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপে আপনি আধার বিবরণ পূরণ করে আধার স্টোর করতে পারেন।
৩ Aadhaar Card Types: পিভিসি আধার কার্ড: পিভিসি আধার কার্ড দেখতে ক্রেডিট কার্ডের মতো। এই আধার কার্ডটি বিশেষ নির্দেশের পর তৈরি করা হয়েছে। এই আধার কার্ডে একটি ডিজিটাল QR কোডও রয়েছে , যাতে আপনার সব তথ্যের উল্লেখ থাকে। আপনি 50 টাকা ফি দিয়ে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কার্ডটি অর্ডার করতে পারেন।
৪ Aadhaar Card Types: ই-আধার কার্ড : ই-আধার হল আধার কার্ডের একটি ইলেকট্রনিক সংস্করণ। এই কার্ডে একটি সুরক্ষিত QR কোডও রয়েছে, যা আপনি স্ক্যান করে সব তথ্য রাখতে পারেন।
এই কার্ডটি খুলতে একটি পাসওয়ার্ড প্রয়োজন হয়। এই কার্ডটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখা হয়। আধার কার্ড সুরক্ষিত রাখতে UIDAI
মাস্কড ই-আধার কার্ডও ইস্যু করে। এই কার্ডে কেবল শেষ চারটি সংখ্যা উল্লেখ করা হয়। এতে আপনার আধার কার্ডের ডেটা চুরি হয় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -