Aadhaar Card: আধার কার্ড থাকলে এই ভুলগুলি করবেন না, তাহলে বাড়ব বিপদ !
আধার কার্ডে (Aadhaar Card) এই ভুলগুলির কারণে কোনও না কোনও সময় ভুগতে হয়েছে আপনাকে। বেশিরভাগ নাগরকিই জানেন না আধার ব্যবহারের সঠিক পদ্ধতি। সেই ক্ষেত্রে কোনটা করবেন আর কী করবেন না, জেনে নিন এখানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআধার আসলে একটি 12-সংখ্যার অনন্য সনাক্তকরণ নম্বর, দেশব্যাপী বাসিন্দাদের জন্য অনলাইন এবং অফলাইন পরিচয় যাচাইয়ের জন্ এটি ব্যবহার করা হয়। নাগরিকরা অনলাইনে বা অফলাইনের মাধ্যমে তাদের আধার নম্বর ব্যবহার করে তাদের পরিচয় শংসাপত্র যাচাই করতে পারেন।
এই অনন্য শনাক্তকারীটি বাসিন্দাদের সরকারি পরিষেবা, ব্যাঙ্কিং সুবিধা, টেলিকম পরিষেবা এবং আরও অনেক কিছু পেতে সুবিধা দেয়। আসলে UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দেশে আধার কার্ড দিয়ে থাকে।
১ আধার হল আপনার ডিজিটাল পরিচয়। আপনার পরিচয় প্রমাণ করতে আপনার পছন্দ অনুযায়ী আত্মবিশ্বাসের সঙ্গে এই কার্ড ব্যবহার করুন।
২ কোনও বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে আপনার আধার শেয়ার করার সময়, আপনার মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, বা পাসপোর্ট, ভোটার আইডি, প্যান, রেশন কার্ড ইত্যাদির মতো অন্য কোনও পরিচয় নথি শেয়ারের সময় সতর্কতা অবলম্বন করুন।
৩ যেখানে আপনি আপনার আধার নম্বর শেয়ার করতে চান না, সেখানে UIDAI একটি ভার্চুয়াল আইডেন্টিফায়ার (VID) তৈরি করার সুবিধা দেয়। আপনি সহজেই ভিআইডি তৈরি করতে পারেন এবং এটি আপনার আধার নম্বরের জায়গায় যাচাইয়ের জন্য ব্যবহার করতে পারেন।
৪ আপনি UIDAI ওয়েবসাইট বা m-Aadhaar অ্যাপে গত ছয় মাসের আপনার আধার প্রমাণীকরণের অতীতে তথ্য় দেখতে পারেন। ৫ UIDAI ইমেলের মাধ্যমে প্রতিটি প্রমাণীকরণ সম্পর্কে আপনাকে অবহিত করে। অতএব, আপনার আধার নম্বরের সঙ্গে আপনার আপডেট করা ইমেল আইডি লিঙ্ক করা নিশ্চিত করবে যে প্রতিবার আপনার আধার নম্বর প্রমাণীকরণ করা হলে আপনি তা জানতে পারবেন।
৬ ওটিপি-ভিত্তিক আধার প্রমাণীকরণের মাধ্যমে বেশ কিছু পরিষেবা পাওয়া যেতে পারে। তাই, আপনার মোবাইল নম্বর সবসময় আধারের সাথে আপডেট রাখুন। ৭ UIDAI আধার লকিংয়ের পাশাপাশি বায়োমেট্রিক লকিংয়ের জন্য একটি সুবিধা দিয়ে থাকে। আপনি কিছু সময়ের জন্য আধার ব্যবহার করার সম্ভাবনা না থাকলে, আপনি সেই সময়ের জন্য আপনার আধার বায়োমেট্রিক্স লক করতে পারেন। একই সুবিধামত এবং অবিলম্বে আনলক করা যেতে পারে, এবং যখন প্রয়োজন তা খুলে নিত পারেন।
৮ আপনার যদি আপনার আধারের কোনও অননুমোদিত ব্যবহার সন্দেহ হয় বা অন্য কোনও আধার-সম্পর্কিত প্রশ্ন থাকে, তাহলে টোল-ফ্রি হেল্পলাইন 1947-এ UIDAI-এর সাথে যোগাযোগ করুন যা 24*7 এবং/ অথবা help@uidai.gov.in-এ ইমেল করা যায়।
আধার থাকলে কোন বিষয়গুলি করবেন না ? ১ আপনার আধার চিঠি/পিভিসি কার্ড বা এর ফটোকপি যেখানে-সেখানে ফেলে রাখবেন না। ২ আপনার আধার প্রকাশ্যে পাবলিক ডোমেনে বিশেষ করে সোশ্যাল মিডিয়া (টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইত্যাদি) এবং অন্যান্য পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করবেন না। ৩ কোনও অননুমোদিত সত্তার কাছে আপনার আধার ওটিপি প্রকাশ করবেন না। ৪ আপনার এম-আধার পিন কারও সঙ্গে শেয়ার করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -