আধার আপডেটে বেশি টাকা নিচ্ছে, কীসের জন্য কত টাকা লাগে জানেন ?

Aadhaar Card Update: গ্রাহকদের সুবিধার্থে সম্প্রতি ট্যুইট করেছে UIDAI। সেখানে কোন পরিষেবার জন্য কত ফি দিতে হবে তা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

Aadhaar Card

1/10
অন্যান্য আইডি প্রুফ থেকে আলাদা আধার কার্ড। এতে রয়েছে নাগরিকের বায়োমেট্রিক তথ্য। যাতে নাগরিকের আঙুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান করা হয়।
2/10
এই কারণে এটি অন্যান্য আইডি প্রমাণ যেমন রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে আলাদা এই নথি।
3/10
শিশুদের স্কুল, কলেজে ভর্তি করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ভ্রমণের সময়, হোটেল বুকিং, সম্পত্তি কেনা, বাজারে বিনিয়োগের জন্য আধার কার্ড ব্যবহার করা হয়। আধার কার্ডে প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন তার নাম, ছবি, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি লিপিবদ্ধ থাকে।
4/10
UIDAI দিতে পারে এই আধার কার্ড।নাগরিকদের সুবিধার জন্য অনেক ধরনের আধার কার্ড তৈরি করা হয়েছে। মনে রাখবেন, যে এই সব আধার কার্ডে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর রয়েছে নাগরিকের।
5/10
গ্রাহকদের সুবিধার্থে সম্প্রতি ট্যুইট করেছে UIDAI। যেখানে বলা হয়েছে, আধারের যেকোনও তথ্য সহজেই আপডেট করতে পারবেন গ্রাহক। আধারে নাম, জন্ম তারিখ, জেন্ডার ইত্যাদি আপডেট করতে 50 টাকা ফি দিতে হবে।
6/10
পাশাপাশি বায়োমেট্রিক তথ্য আপডেট করার জন্য দিতে হবে 100 টাকা। তবে আধারে তালিকাভুক্তি ও শিশুদের বায়োমেট্রিক তথ্য আপডেট করার জন্য কোনও ধরনের ফি দিতে হবে না। পাশাপাশি বায়োমেট্রিক তথ্য আপডেট করার জন্য দিতে হবে 100 টাকা। তবে আধারে তালিকাভুক্তি ও শিশুদের বায়োমেট্রিক তথ্য আপডেট করার জন্য কোনও ধরনের ফি দিতে হবে না।
7/10
তবে কেউ যদি আপনার কাছে আপডেটের জন্য নির্ধারিত টাকার বেশি চায় তাহলে আপনি অভিযোগ করতে পারেন।
8/10
সেই ক্ষেত্রে নির্ধারিত ফি-র চেয়ে বেশি চার্জ করলে, UIDAI-এর হেল্পলাইন নম্বর 1947-এ কল করে অভিযোগ নথিভুক্ত করতে পারেন।
9/10
এছাড়াও, ইমেলের মাধ্যমেও আপনার অভিযোগ জানাতে পারেন। আপনি help@uidai.gov.in-এ মেইল ​​করে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন।
10/10
তাই এবার থেকে আধার কার্ড আপডেেট করার আগে মনে রাখুন ওপরেক দেওয়া পরামর্শগুলি।
Sponsored Links by Taboola