Aadhaar Card: এক ক্লিকেই বদলাতে পারে ফোন নম্বর, ঠিকানা, জন্মতারিখ, জেনে নিন আধার কার্ড সংক্রান্ত নিয়মাবলী

Aadhaar Card Update: আধার কার্ড আপডেটের ফি বেড়েছে। নতুন তথ্য জানা জরুরি।

Continues below advertisement

আধার কার্ড আপডেট

Continues below advertisement
1/8
আধার কার্ড সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এসেছে। এখন আধার কার্ড ধারকের নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর যেকোনো সময় আপডেট করতে পারবেন।
2/8
আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বরের মতো বিবরণ আধার কেন্দ্রে না গিয়ে অনলাইনে আপডেট করা যেতে পারে।
3/8
এই প্রক্রিয়াটি এখন প্যান কার্ড বা পাসপোর্ট-এর মতো লিঙ্ক করা সরকারি রেকর্ডের ডেটার সাথে সম্পর্কিত ডেটা যাচাই করবে।
4/8
কোনো নথি আপলোড করার বা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই।
5/8
নতুন পরিবর্তনের কারণে নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর পরিবর্তনের জন্য আধার নিবন্ধন কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে না।
Continues below advertisement
6/8
আধার সেবার জন্য নতুন शुल्क लागू করা হয়েছে। ডেমোগ্রাফিক ডিটেইলস আপডেট করার জন্য ৭৫ টাকা শুল্ক দিতে হবে। বায়োমেট্রিক আপডেট করার জন্য ১২৫ টাকা শুল্ক দিতে হবে।
7/8
অনলাইন আপডেট ১৪ জুন ২০২৬ পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে। এরপর शुल्क लागू করা হবে। ৫-৭ এবং ১৫-১৮ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বায়োমেট্রিক আপডেট চালু থাকবে।
8/8
আধার ও প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩১শে ডিসেম্বর ২০২৫। যদি আধার ও প্যান কার্ড লিঙ্ক না করা হয়, তাহলে ১লা জানুয়ারি ২০২৬ থেকে প্যান কার্ড বাতিল বলে গণ্য করা হবে। নতুন প্যান কার্ডের জন্য আধার প্রমাণীকরণ আবশ্যক।
Sponsored Links by Taboola