Aadhaar Card: আপনার আধার কার্ড থেকেও হতে পারে প্রতারণা ! আগেই করুন এই কাজ
আধার কার্ড আর কেবল ভোটের পরিচয়পত্র নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। দৈনন্দিন জীবনের সব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় এই আধার কার্ড (Aadhaar Card)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর মাধ্যমে আপনি সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থেকে সম্পত্তি কেনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আইটিআর ফাইল করা ইত্যাদি সব প্রয়োজনীয় কাজ করতে পারেন। তাই এই কার্ডের দিকেই নজর পড়েছে প্রতারকদের।
আপনার আধার কার্ড ব্যবহার করেই চলছে জালিয়াতিচক্র। জেনে নিন, কীভাবে যাচাই করবেন আপনার আধার কার্ডের সুরক্ষা।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দিয়ে থাকে এই আধার কার্ড। বর্তমানে এই কার্ডের মাধ্যমে ক্রমবর্ধমান সুবিধার পাশাপাশি জালিয়াতির ঘটনাও দ্রুত বৃদ্ধি পেয়েছে।
অনেক সময় বিশ্বাস করে আধার কার্ডের বিশদ বিবরণ অজানা ব্যক্তির সঙ্গে শেয়ার করে ফেলেন কার্ডহোল্ডার। সেই থেকেই শুরু হয়ে যায় জালিয়াতির ঘটনা।
এই পরিস্থিতিতে, সময়ে সময়ে আধার কার্ডের ইতিহাস বা হিস্ট্রি পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি আধার কার্ড কোথায়-কোথায় ব্যবহার করা হয়েছে তা জানতে পারবেন। জেনে নিন, কীভাবে দেখতে পারবেন আধার কার্ডের হিস্ট্রি।
১ UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন https://uidai.gov.in/ ।
২ এখানে My Aadhaar অপশনে ক্লিক করে আধার পরিষেবার বিকল্পটি নির্বাচন করুন। ৩ এবার Aadhaar Authentication History নির্বাচন করুন।
৪ এর পরে আপনার কাছে আধার নম্বর চাওয়া হবে, যেখানে ১২ নম্বরের আধার নম্বর লিখুন। ৫ এরপর ক্যাপচা কোড লিখুন। ৬ এবার ওটিপি এলে তা এন্টার করুন।
৭ এই পর্বে কোন নির্দিষ্ট সময়ের জন্য আপনি আধার কার্ডের হিস্ট্রি যাচাই করতে চান তা বেছে নিন। ৮ এবার আপনি একসঙ্গে মোট ৫০টি আধার লেনদেনের বিবরণ জানতে পারবেন। ৯ এখানে আপনি আধারের হিস্ট্রি দেখে আপনার আধার কার্ডের অপব্যবহার হয়েছে কি না তা বুঝতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -