Aadhar Card: আধার নিয়ে সমস্যায় পড়েছেন ! কীভাবে অভিযোগ জানাবেন ?
Aadhar Card FAQ: ভারতীয় নাগরিক হিসেবে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। UIDAI ওয়েবসাইটেই বলা আছে আধার কার্ড নিয়ে কোনও সমস্যা হলে কোথায়, কীভাবে জানাতে হবে। দেখে নিন পদ্ধতি।
ছবি- পিটিআই
1/10
নবজাতক থেকে প্রবীণ, সকলেরই পরিচয়পত্র হিসেবে এখন আধার কার্ড অত্যাবশ্যক। টাকা-পয়সা সংক্রান্ত ব্যাঙ্কিং সংক্রান্ত কাজেও এই কার্ড প্রয়োজন পড়ে। ছবি- পিটিআই
2/10
কিন্তু এই কার্ড করাতে গিয়ে যদি কোনও সমস্যা হয়, কিংবা কার্ড হঠাৎ করেই নিষ্ক্রিয় হয়ে যায়, অভিযোগ কোথায় জানাবেন ? কীভাবেই বা অভিযোগ দায়ের করবেন ? ছবি- পিটিআই
3/10
আধার সংক্রান্ত কোনও সমস্যা হলে টোল ফ্রি নাম্বারে ফোন, আধার মিত্র চ্যাটবটের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানো যায়। ছবি- পিটিআই
4/10
তবে অনলাইনে আধারের ওয়েবসাইট UIDAI-তে এখন খুব সহজেই আপনার অভিযোগ দায়ের করা যাচ্ছে। কীভাবে জানেন ? ছবি- পিটিআই
5/10
এর জন্য প্রথমে আপনাকে আধারের UIDAI ওয়েবসাইটে যেতে হবে। সেখানে Grievance and Redressal Mechanism ট্যাবের মধ্যে আপনি দেখতে পাবেন File a Complaint অপশন। ছবি- পিটিআই
6/10
ঐ অপশনে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে যেখানে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। ছবি- পিটিআই
7/10
উল্লেখ করতে হবে রাজ্যের নাম। কী অভিযোগ, অভিযোগটি কী ধরনের সেই ক্যাটাগরিটিও উল্লেখ করতে হবে ওয়েবসাইটে। ছবি- পিটিআই
8/10
এক্ষেত্রে যদি কোনও নথি থাকে, সেটিও এখানে আপলোড করতে পারবেন আপনি। তারপর ক্যাপচা কোড বসালেই আপনার অভিযোগ সম্পূর্ণ হবে। ছবি- পিটিআই
9/10
অভিযোগ জমা করার পর আপনার কাছে একটি নম্বর আসবে যা দিয়ে পরে আপনি ওয়েবসাইট থেকে আপনার অভিযোগের স্ট্যাটাস দেখতে পারবেন। ছবি- পিটিআই
10/10
এছাড়া টোল ফ্রি নম্বর ১৯৪৭-তে ফোন করেও আপনি অভিযোগ জানাতে পারেন, আধার মিত্র চ্যাটবটও এক্ষেত্রে আপনাকে কিছুটা সাহায্য করতে পারে। ছবি- পিটিআই
Published at : 20 Feb 2024 01:19 PM (IST)