Aadhar Card: আধার নিয়ে সমস্যায় পড়েছেন ! কীভাবে অভিযোগ জানাবেন ?
নবজাতক থেকে প্রবীণ, সকলেরই পরিচয়পত্র হিসেবে এখন আধার কার্ড অত্যাবশ্যক। টাকা-পয়সা সংক্রান্ত ব্যাঙ্কিং সংক্রান্ত কাজেও এই কার্ড প্রয়োজন পড়ে। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এই কার্ড করাতে গিয়ে যদি কোনও সমস্যা হয়, কিংবা কার্ড হঠাৎ করেই নিষ্ক্রিয় হয়ে যায়, অভিযোগ কোথায় জানাবেন ? কীভাবেই বা অভিযোগ দায়ের করবেন ? ছবি- পিটিআই
আধার সংক্রান্ত কোনও সমস্যা হলে টোল ফ্রি নাম্বারে ফোন, আধার মিত্র চ্যাটবটের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানো যায়। ছবি- পিটিআই
তবে অনলাইনে আধারের ওয়েবসাইট UIDAI-তে এখন খুব সহজেই আপনার অভিযোগ দায়ের করা যাচ্ছে। কীভাবে জানেন ? ছবি- পিটিআই
এর জন্য প্রথমে আপনাকে আধারের UIDAI ওয়েবসাইটে যেতে হবে। সেখানে Grievance and Redressal Mechanism ট্যাবের মধ্যে আপনি দেখতে পাবেন File a Complaint অপশন। ছবি- পিটিআই
ঐ অপশনে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে যেখানে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। ছবি- পিটিআই
উল্লেখ করতে হবে রাজ্যের নাম। কী অভিযোগ, অভিযোগটি কী ধরনের সেই ক্যাটাগরিটিও উল্লেখ করতে হবে ওয়েবসাইটে। ছবি- পিটিআই
এক্ষেত্রে যদি কোনও নথি থাকে, সেটিও এখানে আপলোড করতে পারবেন আপনি। তারপর ক্যাপচা কোড বসালেই আপনার অভিযোগ সম্পূর্ণ হবে। ছবি- পিটিআই
অভিযোগ জমা করার পর আপনার কাছে একটি নম্বর আসবে যা দিয়ে পরে আপনি ওয়েবসাইট থেকে আপনার অভিযোগের স্ট্যাটাস দেখতে পারবেন। ছবি- পিটিআই
এছাড়া টোল ফ্রি নম্বর ১৯৪৭-তে ফোন করেও আপনি অভিযোগ জানাতে পারেন, আধার মিত্র চ্যাটবটও এক্ষেত্রে আপনাকে কিছুটা সাহায্য করতে পারে। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -