Aadhaar Card: আধার কার্ডে বার বার বদলাতে পারবেন ছবি, সন্দেহ হবে সরকারের ?
Aadhaar Card: অনেক সময় মানুষ আধার কার্ড তৈরি করার সময় কিছু ভুল হয়ে যায়। যার জন্য পরে তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
আধারে যতবার খুশি বাদলানো যায় ছবি ?
1/9
image 1
2/9
আধার কার্ডের আপডেটের জন্য রয়েছে নির্দিষ্ট নিয়ম। কেউ কতবার তাদের আধার কার্ডে ছবি পরিবর্তন করতে পারে? এই বিষয়ে UIDAI নিয়ম কী বলছে ? ছবি কি বার বার বদলানো করা যায়?
3/9
ভারতে বসবাসকারী ব্যক্তিদের জন্য কিছু নথি থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই নথিগুলি প্রতিদিন কোথাও না কোথাও কাজে লাগে। আধার দিয়ে এখন টাকা তোলা থেকে সরকারি সুবিধা পাওয়ার মতো সব কাজ হয়। সেই ক্ষেত্রে প্রামাণ্য় নথি আধার কার্ডেকেই ধরা হয়।
4/9
ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ডের মতো নথিগুলির মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত নথি আধার কার্ড। এটি দেশের জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি এই কার্ড ব্যবহার করে। তথ্য় বাদেও বায়োমেট্রিক থাকায় এটি বেশি গুরুত্বপূর্ণ।
5/9
অনেক সময় মানুষ আধার কার্ড তৈরি করার সময় কিছু ভুল হয়ে যায়। যার জন্য পরে তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ভুল তথ্য দেওয়ার জন্য অনেক সময় নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারেন না মানুষজন।
6/9
UIDAI ভারত সরকারের একটি প্রতিষ্ঠান যা আধার কার্ড কর্তৃপক্ষের কাজ করে। এরাই আপনাকে কার্ডে ভুল হলে সংশোধন করার সুবিধা দিয়ে থাকে। শুধু তাই নয়, আধার কার্ডের তথ্য সহ আপনার খারাপ ছবিও পরিবর্তন করতে পারবেন এর মাধ্যমে।
7/9
আপনি কতবার আধার কার্ডে আপনার ছবি বদলাতে পারবেন ? UIDAI যেমন আধার কার্ডে কিছু তথ্য আপডেট করার জন্য একটি সীমা নির্ধারণ করেছে, তেমনি ফটো পরিবর্তনের জন্য কোনও সীমা রাখেনি। যার অর্থ, আপনি যতবার খুশি ছবি পছন্দ না হলেই বদলাতে পারবেন।
8/9
অর্থাৎ আপনি যতবার চান আধার কার্ডে আপনার ছবি পরিবর্তন করতে পারবেন। তবে প্রতিবার এর জন্য আলাদা ফি দিতে হবে। আপনি শুধুমাত্র আধার কেন্দ্রে গিয়ে এই ছবি বদলাতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
9/9
শুধু ছবি নয়, আধার কার্ডে আপনি যতবার খুশি আপনার ঠিকানা, মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। এই বিষয়গুলির জন্য UIDAI কোনও সীমা নির্ধারণ করেনি। তাই আধারে পুরনো ছবি পছন্দ না হলেই বদলে নিন যতখুশি।
Published at : 10 Jan 2025 11:09 AM (IST)