Aadhaar Card: ডেটা চুরি করতে পারে প্রতারকরা, আধারের বিষয়ে আগেই সতর্ক হোন এভাবে
Aadhaar Card Lock : আধারের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সাথে সম্পর্কিত জালিয়াতির ঘটনাও খুব দ্রুত বাড়তে শুরু করেছে। আজকাল অনেক লোকের আধার ডেটা চুরি হচ্ছে।
Aadhaar Card
1/8
ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স। যাই থাকুক না কেন, এখন পরিচয় পত্র হিসেবে সবচেয়ে বেশি কাজে লাগে আধার কার্ড।
2/8
সাইবার অপরাধের ঘটনা রোধ করতে UIDAI আধার কার্ড লক ও আনলক করার সুবিধা দিচ্ছে। আধার কার্ডের বায়োমেট্রিক লক করে, আপনি এর অপব্যবহার রোধ করতে পারেন।
3/8
এতে আপনার ডেটা নিরাপদ থাকবে। আধার কার্ড লক করার পরে আপনি ও অন্য কোনও ব্যক্তি আপনার আধার ডেটা অ্যাক্সেস করতে পারবে না।
4/8
1. এর জন্য আপনি UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in দেখুন। 2. এরপর আপনি My Aadhaar বিকল্পটি নির্বাচন করুন। এখানে আধার পরিষেবাগুলি নির্বাচন করুন।
5/8
3. এই পর্বে আপনাকে বায়োমেট্রিক্স লক/আনলক নির্বাচন করতে হবে। 4. এখানে আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। তারপর আপনার ক্যাপচা কোড দিন। 5. তারপর Send OTP-তে ক্লিক করুন।
6/8
6. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, যা এখানে লিখতে হবে।
7/8
7. এখানে আপনি বায়োমেট্রিক ডেটা লক/আনলক করার বিকল্প দেখতে পাবেন। আপনি যে লক বা আনলক বিকল্পটি বেছে নিতে চান তা দ্রুত নির্বাচন করুন।
8/8
8. শেষে আপনার আধার বায়োমেট্রিক ডেটা লক বা আনলক করা হবে।
Published at : 08 Nov 2022 03:38 PM (IST)