ATM PIN Theft: এটিএমে টাকা তোলার পরে দু'বার করে 'ক্যান্সেল' বোতাম টিপলে কী হয় ? পিন চুরি আটকানো যায় এভাবে ?
ATM Card PIN Theft Alert: অনেকেই এটিএমের পিন চুরি আটকাতে এটিএম থেকে টাকা তোলার পরে দুবার করে ক্যান্সেল বোতাম টিপে দেন। এতে কি সত্যিই কাজ হয় ? কী জানাল কেন্দ্র ?
এটিএম মেশিনে দু'বার ক্যান্সেল বোতাম টিপলে পিন চুরি হবে না ?
1/9
এটিএম জালিয়াতি এখন দ্রুতহারে বেড়ে চলেছে দেশে। জালিয়াতরা নানাবিধ অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রাহকদের থেকে এটিএমের তথ্য হাতিয়ে লুট করছেন টাকা।
2/9
অনেকেই এই ভয়ে এটিএমের পিন চুরি আটকাতে এটিএম থেকে টাকা তোলার পরে দু'বার করে ক্যান্সেল বোতাম টিপে দেন।
3/9
এই উপায়ে কি কাজ হয় ? এর মাধ্যমে কি এটিএমের পিন চুরি আটকানো যায় ? জানুন আসল তথ্য। কী বলছে সরকার ?
4/9
এই উপায়ের সঙ্গে ভুলভাবে নাম জড়ানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ভাইরাল বার্তায় বলা হয়েছিল যে যদি কেউ আপনার পিন চুরির জন্য সেট আপ করে রাখে, তাহলে দুবার ক্যান্সেল বোতাম টিপলে এই কাজ সম্পন্ন হবে না।
5/9
প্রতিট লেনদেনের সময় এই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে সেই ভাইরাল বার্তায়।
6/9
পিআইবি ফ্যাক্ট চেক সম্প্রতি এই ভাইরাল বার্তাটি সম্পর্কে জানিয়েছে যে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো। এটিএমের পিন চুরি আটকাতে এমন কোনও উপায় বলেনি রিজার্ভ ব্যাঙ্ক।
7/9
পিআইবি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই বার্তার স্ক্রিনশট সহ একে ভুয়ো বলে দাবি করেছে। এর সঙ্গে পিআইবি সকল গ্রাহকদের নিরাপদে লেনদেন করার পরামর্শ দিয়েছে।
8/9
এর আগে ২০২২ সালে এবং গত বছরেও একই রকম বার্তা ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। তাই কোনো খবর বা তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ করেছে পিআইবি।
9/9
কোনও ভাইরাল খবর বা তথ্য সত্যি কিনা তা যাচাই করতে কোনো গ্রাহক চাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারে ৮৭৯৯৭১১২৫৯ নম্বরে বা ইমেল করতে পারে pibfactcheck@gmail.com এই ঠিকানায়।
Published at : 27 May 2025 07:07 PM (IST)