ATM Transaction Charges: নতুন বছরে বদলে গেল নিয়ম, এটিএম থেকে টাকা তুলতে জেনে নিন এই বিষয়

Continues below advertisement

ATM_Transaction_Charges: বাড়ল আরও খরচ, নতুন বছরে নয়া নিয়ম জানেন কি ?

Continues below advertisement
1/6
ATM Transaction Charges:নতুন বছরে এটিএম থেকে নগদ তুলতে গেলে অবশ্যই জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়। এখন   থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে RBI।
ATM Transaction Charges:নতুন বছরে এটিএম থেকে নগদ তুলতে গেলে অবশ্যই জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়। এখন থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে RBI।
2/6
ATM Charges Update: রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পরেই ব্যাঙ্কগুলি ১ জানুয়ারি ২০২২ থেকে এটিএম লেনদেনের উপর চার্জ বাড়িয়েছে।
3/6
ATM Charges:এখন ব্যাঙ্কের গ্রাহকদের ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে তোলার সীমার বেশি লেনদেনের জন্য প্রতি মাসে এই চার্জ দিতে হবে।
4/6
ATM New Rule: এখন থেকে নির্দিষ্ট সীমা অতিক্রম করলে আপনাকে ২১ টাকা ও GST দিতে হবে। এর আগে ব্যাঙ্ক আপনাকে সীমা অতিক্রম করলে ২০ টাকা চার্জ করত।
5/6
ATM Charges Update:ব্যাঙ্ক গ্রাহকদের ৫টি বিনামূল্যে লেনদেনের সুবিধা দেওয়া। এর মধ্যে সব আর্থিক ও আর্থিক নয় এমন লেনদেন অন্তর্ভুক্ত। এই এটিএম-এর নিয়ম অনুসারে মেট্রো শহরগুলিতে গ্রাহকরা অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে 3টি লেনদেন করতে পারবেন।
Continues below advertisement
6/6
ATM New Rule:এর আগে এটিএম লেনদেনের জন্য ইন্টারচেঞ্জ ফি কাঠামো অগস্ট ২০১২ সালে শেষবার পরিবর্তন করা হয়েছিল। পাশাপাশি গ্রাহকদের চার্জটি ২০২১৪ সালের অগস্টে শেষবার সংশোধন করা হয়েছিল।
Sponsored Links by Taboola