ATM Charges: আবার বাড়ল এটিএম চার্জ ! এবার থেকে কত দিতে হবে আপানাকে ?
২০২২ সালের জুনে রিজার্ভ ব্যাঙ্ক দেশের ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছিল , এটিএম কার্ডগুলির জন্য মাসিক ফি ছাড়াও তারা গ্রাহকদের প্রতি লেনদেনে 21 টাকা চার্জ করতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্কের এটিএম থেকে প্রথম পাঁচটি লেনদেন গ্রাহকদের জন্য একেবারে বিনামূল্যে দেওয়া বাধ্যতামূলক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই সময়ে, মেট্রো শহরের অন্যান্য ব্যাঙ্কগুলির জন্য তিনটি লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, নন-মেট্রো শহরগুলিতে, এই সীমা পাঁচটি তোলার। এই লেনদেনের বেশি করার পরে, আপনাকে প্রতি টাকা তোলার জন্য সর্বোচ্চ 21 টাকা ফি দিতে হবে। এই নিয়ম 1 জানুয়ারি, 2022 থেকে কার্যকর হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 25,000 টাকার মাসিক ব্যালেন্স পর্যন্ত 5টি বিনামূল্যে এটিএম লেনদেনের অফার করে৷ একই সময়ে, এর থেকে বেশি টাকা তোলা হলে আপনাকে প্রতি লেনদেন এবং জিএসটি 10 টাকা দিতে হবে। একই সময়ে, আপনাকে অন্যান্য ব্যাঙ্কের এটিএম-এ 20 টাকা এবং GST দিতে হবে। যদি আপনার মাসিক ব্যালেন্স 25,000 টাকার বেশি হয়, তাহলে আপনি বিনামূল্যে যতবার চান ততবার এটিএম থেকে নগদ তুলতে পারবেন।
PNB, দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, মেট্রো এবং নন-মেট্রো উভয় শহরেই গ্রাহকদের 5টি বিনামূল্যে এটিএম লেনদেন দিয়ে থাকে। এর পরে, আপনাকে PNB থেকে নগদ তোলার জন্য 10 টাকা এবং GST চার্জ দিতে হবে। একই সময়ে, অন্যান্য ব্যাঙ্কগুলিতে 21 টাকা এবং জিএসটি চার্জ দিতে হবে।
HDFC ব্যাঙ্কের টাকা তোলার চার্জ বেসরকারি খাতের বড় ব্যাঙ্ক HDFC ব্যাঙ্কও তার গ্রাহকদের এক মাসে বিনামূল্যে 5টি এটিএম লেনদেন করার সুবিধা দেয়৷ অন্যদিকে, এই সীমা মেট্রো শহরের অন্যান্য ব্যাঙ্কে 3টি লেনদেনের। এর পরে আপনাকে প্রতি লেনদেনে 21 টাকা এবং GST চার্জ দিতে হবে।
অন্যান্য ব্যাঙ্কের মতো আইসিআইসিআই ব্যাঙ্কও আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম থেকে 5টি এবং অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে 3টি লেনদেনের সীমা নির্ধারণ করেছে৷
এর পরে গ্রাহকদের প্রতি টাকা তোলার জন্য 20 টাকা এবং নন ফিন্যান্সিয়াল লেনদেনের জন্য 8.50 টাকা দিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -