ATM PIN Fraud :সাবধান ! আপনার ATM পিন যদি 'এই' নম্বরের হয়, তাহলে খালি হবে অ্য়াকাউন্ট

ATM Pin : ডিজিটাল যুগে এটিএম কার্ডের ব্যবহার বাড়েছে। সবাই এখন দৈনন্দিন কাজে এর ওপর নির্ভরশীল।

Continues below advertisement

ATM পিনে এই সংখ্যা ব্যবহার করছেন ?

Continues below advertisement
1/5
আপনি কি আপনার এটিএম পিন একটি সিঙ্গল সংখ্যা রেখেছেন? অথবা পিন মনে রাখার জন্য জন্ম তারিখ ব্যবহার করেন, তাহলে সাবধান। কারণ সাইবার চোরেরা আপনার এটিএম পিন হ্যাক করতে পারে।
2/5
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের মতে, 1234 হল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পিন। এছাড়াও 0000, 1111, 2222, 3333, 1212, 1122 এর মতো পিনগুলি সহজে হ্যাক করা যেতে পারে।
3/5
আর শুধু তাই নয়, আপনার জন্ম তারিখ, মোবাইল নম্বরের শেষ চারটি সংখ্যা পিন হিসেবে ব্যবহার করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ এই তথ্য সহজে পাবলিক ডোমেইনের মাধ্যমে পাওয়া যেতে পারে। এছাড়াও অনেকে এটিএম পিনের জন্য গাড়ির নম্বর ব্যবহার করেন, তবে এটিও হ্যাক হওয়ার সবচেয়ে সাধারণ উদাহরণ।
4/5
সাইবার চোরেরা সবার আগে অ্যাকাউন্ট হ্যাক করার জন্য জন্মতারিখ গাড়ির নম্বর অথবা 1234 1111 এর মত সিঙ্গেল ডিজিট পিন ব্যবহার করে। এর ফলে অ্যাকাউন্ট সহজে হ্যাক হয়।
5/5
এই কারণে, এটিএম ব্যবহার করার সময় এই ধরনের পিন ব্যবহার করা উচিত নয়, মিশ্র প্যাটার্নের পিন তৈরি করা উচিত, এছাড়াও ৬ মাস অন্তর পিন পরিবর্তন করা উচিত। আর হ্যাঁ, কারও সঙ্গে আপনার পিন শেয়ার করবেন না।
Continues below advertisement
Sponsored Links by Taboola