Bank Holidays January 2024: জানুয়ারিতে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল পুরো তালিকা
Bank News: নতুন বছরে ছুটির তালিকা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। জানুয়ারিতে (January 2024) সব মিলিয়ে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই ব্রাঞ্চে যাওয়ার আগে দেখে নিন পুরো মাসের ছুটির তালিকা (Bank Holidays)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2024 সালের প্রথম মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে। আরবিআই অনুসারে, বিভিন্ন উত্সব বার্ষিকীর কারণে জানুয়ারিতে ব্যাঙ্কগুলিতে মোট 16 দিন ছুটি থাকবে। আরবিআই রাজ্যগুলির স্থানীয় উত্সব এবং বার্ষিকী অনুসারে ছুটির তালিকা প্রকাশ করে।
লোহরি, মকর সংক্রান্তি, প্রজাতন্ত্র দিবস ইত্যাদির কারণে জানুয়ারিতে অনেক রাজ্যে ব্যাঙ্কগুলিতে 16 দিনের ছুটি থাকবে। এর সঙ্গে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx- এ যেতে পারেন।
14 জানুয়ারি, 2024- রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 15 জানুয়ারি, 2024- বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি এবং হায়দ্রাবাদে পঙ্গল/তিরুভাল্লুভার দিবস/মকর সংক্রান্তি/মাঘ বিহুর কারণে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে৷ 16 জানুয়ারি, 2024- তিরুভাল্লুভার দিবসের কারণে চেন্নাইতে ব্যাঙ্ক ছুটি৷ 17 জানুয়ারি, 2024- উঝাভার থিরুনালের কারণে চেন্নাইতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 21জানুয়ারি, 2024- রবিবারের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
22 জানুয়ারি, 2024- ইমোইনু ইরাপ্টার কারণে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 23 জানুয়ারি, 2024- গান এবং নাচের কারণে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 25 জানুয়ারি, 2024- থাই পোশম/হজরত মোহাম্মদ আলীর জন্মদিনের কারণে চেন্নাই, কানপুর এবং লখনউতে ব্যাঙ্ক ছুটি থাকবে।
26 জানুয়ারি, 2024- প্রজাতন্ত্র দিবসের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 27 জানুয়ারি, 2024- চতুর্থ শনিবারের কারণে সারা দেশে ব্যাংকগুলি বন্ধ থাকবে। 28 জানুয়ারি, 2024- রবিবার ছুটির কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির। বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -