Bank Rule Changes: ১ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কের এই নিয়মে বদল, খরচ বাড়বে আপনার
2022 সালের দ্বিতীয় মাস শুরুর পথে। দেশের সাধারণ বাজেট (Budget 2022) পেশ করা হবে ১ ফেব্রুয়ারি। ব্যাঙ্ক সংক্রান্ত অনেক নিয়ম-কানুনও বদলে যাবে এদিন। ১ ফেব্রুয়ারি এই নিয়ম প্রযোজ্য হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের তিনটি বড় ব্যাঙ্কে বদলে যাবে অনেক নিয়ম। এর মধ্যে নাম রয়েছে স্টেট ব্যাঙ্ক (SBI),ব্যাঙ্ক অফ বরোদা ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের। আপনারও যদি এই তিনটি ব্যাঙ্কের যেকোনও একটিতে অ্যাকাউন্ট থাকে তবে এই খবরটি আপনার কাজে লাগবে।
দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 ফেব্রুয়ারি, 2022 থেকে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত IMPS-এ গ্রাহকদের কাছ থেকে 20 টাকা প্লাস GST চার্জ করতে চলেছে৷ আগে এই ধরনের লেনদেনের জন্য কোনও চার্জ ছিল না।
1,000 থেকে 10,000 টাকার IMPS-এ SBI 2 টাকা প্লাস GST চার্জ করবে৷ 10,000 থেকে 1,00,000 টাকার IMPS-এ 4 টাকা প্লাস GST নেবে, 1,00,000 থেকে 2,00,000 টাকার IMPS-এ 12 টাকা প্লাস GST ধরা হবে৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 ফেব্রুয়ারি থেকে একটি নতুন স্ল্যাব যুক্ত করেছে যা 2,00,000 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত। এই পরিমাণ টাকা IMPS করার জন্য আপনাকে 20 টাকা ও GST দিতে হবে। এই সব নিয়ম 1 ফেব্রুয়ারি 2022 থেকে প্রযোজ্য হবে।
ব্যাঙ্ক অফ বরোদাও এখন থেকে কিছু নিয়ম বদলাতে চলেছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে positive pay system কার্যকর করতে যাচ্ছে এই ব্যাঙ্ক।
দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কটিও তাদের নিয়মে পরিবর্তন করেছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা এবার থেকে অ্য়াকাউন্টে টাকা না থাকলেও ইএমআই করলে জরিমানা হবে। অ্যাকাউন্টে কিস্তির টাকা না থাকলে আপনার ব্যাঙ্ক জরিমানা চার্জ করবে। এই জরিমানা বাবদ আপনাকে 250 টাকা দিতে হবে।
এবার থেকে পজিটিভ পে সিস্টেমের মাধ্যমে ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের চেক জমা দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। তবেই আপনি চেক জমা দিতে পারবেন। এতে বড় অঙ্কের চেক পাস করতে কোনও সমস্যা হবে না। এর জন্য গ্রাহকদের কাছ থেকে কোনও রি-কনফারমেশনের প্রয়োজন হবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -