PAN-Aadhaar Link না করলেও সমস্যা হবে না এদের, কারা পড়ছেন তালিকায় ?
PAN-AADHAAR Link News: আর মাত্র কয়েকটা দিন। ৩১ মার্চ প্যান-আধার লিঙ্কের (PAN-AADHAAR Link) শেষ তারিখ। এর মধ্যেই দুই কার্ড লিঙ্ক করাতে বলেছে সরকার। PAN-Aadhaar Link-এর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে কিছু ব্যক্তিকে। জেনে নিন, কারা রয়েছে সেই তালিকায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআয়কর আইনের 1961 ধারার 139AA ধারা অনুসারে, প্যান ও আধার লিঙ্ক করতে হবে। অন্যথায় বন্ধ হয়ে যেতে পারে আর্থিক কাজ। সেই ক্ষেত্রে নতুন ডেবিট/ক্রেডিট কার্ডের অ্যাক্সেস থেকে বঞ্চিত হবেন আপনি। এখানেই শেষ নয়, ৫০,০০০ টাকার বেশি FD করতে গেলে হবে সমস্যা। যদিও কিছু এলাকার মানুষকে এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সরকারি নিয়মে বলা হয়েছে, যাদের কাছে আধার কার্ড বা এর এনরোলমেন্ট আইডি নেই, তারা এই নিয়ম থেকে অব্যাহতি পাবেন।মেঘালয়, জম্মু ও কাশ্মীর, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চলের 80 বছর বা তার বেশি বয়সি বাসিন্দাদেরএই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।
যারা ভারতের নাগরিক নন, তাদেরও প্যান-আধার লিঙ্ক করা থেকে ছাড় দেওয়া হয়েছে। অনাবাসী ভারতীয়দের আয়কর আইন 1961 অনুযায়ী এই নিয়ম থেকে অব্যাহতি দিয়েছে সরকার।
PAN Card Update: আয়কর আইন 1961-এর 139AA ধারা অনুযায়ী, ৩১ মার্চ ২০২২-এর মধ্যে PAN-এর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক৷ এর আগে কোভিডকালে মহামারীর কারণে আধার-প্যান লিঙ্ক করার তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী গ্রাহকদের সতর্ক করতে নিজেদের ওয়েবসাইট ছাড়াও ট্যুইট করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
Aadhaar-PAN linking: প্যান-আধার লিঙ্ক আছে কিনা জানতে এইভাবে পরীক্ষা করুন 1) প্রথমে আয়কর বিভাগের অফিশিয়াল সাইটে যান — www.incometax.gov.in। 2) এবার Quick Links অপশনে ক্লিক করুন। সেখানে, আপনি 'লিঙ্ক আধার স্ট্যাটাস' চেক করার একটি অপশন পাবেন। আপনাকে ওখানে ক্লিক করতে হবে।
3) এরপরে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে একটি নতুন স্ক্রিন দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার প্যান ও আধার নম্বর লিখতে হবে।
4) একবার আপনি বিশদে সব পূরণ করলে 'ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস'-এ ক্লিক করুন। 5) আপনার আধার-প্যানের স্থিতি এবার পেজে দেখতে পাবেন ।
তবে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে বাদে বাকিদের অবশ্যই করতে হবে আধার-প্যান লিঙ্ক। ৩১ মার্চের মধ্যেই করতে হবে এই কাজ।
অন্যথায় ইন্যাক্টিভ হয়ে যাবে তাদের প্যান কার্ড। করতে পারবেন না স্বাভাবিক ব্যাঙ্কের কাজগুলি। এমনকী জরিমানার মুখে পড়তে হতে পারে আপনাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -