Paytm Payment Bank: Paytm-এ শাস্তির খাঁড়া! আপনার ওয়ালেট সুরক্ষিত তো? কী পারবেন, কী পারবেন না?

Paytm Wallet: পেটিএমে ওয়ালেটে কোনও সমস্যা হবে না তো? আপনার ওয়ালেটের টাকা আপনি ব্যবহার করতে পারবেন?

নিজস্ব চিত্র, ছবি: গেটি

1/9
RBI নির্দেশ দিয়েছে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারির পর থেকে Paytm Payment Bank অ্যাকাউন্ট বা ওয়ালেটে নতুন টাকা ঢোকানো বা ক্রেডিট ট্রান্সজাকশন করা যাবে না। যদিও টাকা তোলা বা খরচে বাধা নেই।
2/9
যাঁরা Paytm User- তাঁদের ক্ষেত্রে কি এখনই চিন্তার কোনও কারণ রয়েছে? টাকা সুরক্ষিত থাকবে তো?
3/9
পেটিএম-থেকে মোবাইল ফোন, সেট টপ বক্স রিচার্জ করেন অনেকে। সেই ব্যবস্থা চালু থাকছে। বিল পেমেন্টে কোনও সমস্যা নেই।
4/9
পেটিএম থেকে সিনেমার টিকিট, রেল-বিমানের টিকিট কাটার কাজ হয়ে থাকে। সেই কাজও সম্ভব। কোনও সমস্যা হবে না।
5/9
Paytm থেকে UPI পেমেন্ট করার কাজও কোনও বাধা নেই। যে কোনও দোকানে QR কোড স্ক্যান করে টাকা দেওয়া যাবে
6/9
যাঁরা Paytm QR ব্যবহার করেন। তাঁরা সেটা ব্য়বহার করতে পারবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
7/9
পেটিএম সাউন্ডবক্স এবং পেটিএম কার্ড মেশিনও আগের মতোই কাজ করবে। কোনও পেমেন্টও নেওয়া যাবে। সমস্যা হবে না।
8/9
Paytm Payments Bank Wallet ব্যবহার করা যাবে। যদিও ২৯ ফেব্রুয়ারির পর থেকে সেই ওয়ালেটে টাকা ঢোকানো যাবে না। কিন্তু ওয়ালেটের টাকা তারপরেও খরচ করা যাবে।
9/9
সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাকাউন্ট বা ওয়ালেটে থাকা সব অর্থ সুরক্ষিত। সেই অর্থের উপর কোনও প্রভাব পড়বে না।
Sponsored Links by Taboola