Smoking In Cars : কেবল মদ নয়, গাড়িতে সিগারেট খেলেও হবে জরিমানা, কী বলছে ট্রাফিক রুলস

Traffic Rules : অনেকেই জানেন না ট্রাফিকের এই নিয়ম সম্পর্কে। মদ খেয়ে গাড়ি চালালে জরিমানা হবে সাবাই জানেন, তবে সিগারেট কেলে কী হবে আপনি জানেন ? তাই মোটরযান আইনের এই নিয়ম মেনে চলুন। ভুল করেও গাড়ি চালানোর সময় সিগারেট জ্বালাবেন না, নইলে দিতে হবে মোটা জরিমানা। জেনে নিন এর জন্য কী কী নিয়ম রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ভারতের রাস্তায় প্রতিদিন কোটি কোটি গাড়ি চলতে দেখা যায়। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও গাড়ি চালানোর জন্য কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। যারা এই নিয়ম উপেক্ষা করে তাদের জরিমানা করা হয়।

গাড়ি চালানোর সময় সিট বেল্ট না পরলে জরিমানা করা হয়। ভুল পথে গাড়ি চালালে জরিমানা করা হয়। গাড়িতে মদ পান করলে বা মদ খেয়ে গাড়ি চালালে জরিমানাও করা হবে। মোটরযান আইনে গাড়ি চালানোর জন্য এরকম অনেক নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সব গাড়ি চালককে তাদের অনুসরণ করতে হবে। আমরা আপনাকে জানিয়ে রাখি, শুধুমাত্র মদ খেয়ে গাড়ি চালালে জরিমানা হয় না। সিগারেট খেলেও জরিমানা করা হয় চালককে।
আপনি যদি গাড়িতে সিগারেট খান, তবে এর জন্য আপনাকে অনেক মূল্য দিতে হতে পারে। মোটর যান আইনের DMVR 86.1(5)/177 ধারার অধীনে, গাড়ির ভিতরে সিগারেট খাওয়ার জন্য আপনাকে 500 টাকা জরিমানা দিতে হতে পারে।
আপনি যদি একই ভুলের পুনরাবৃত্তি করেন, তাহলে জরিমানার পরিমাণ 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও আপনি যদি একই ভুল পুনরাবৃত্তি করেন, তাহলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
আপনি যদি সিএনজি গাড়ি চালান, তাহলে গাড়িতে সিগারেট খাওয়া আপনার মৃত্যুর কারণ হতে পারে। কারণ সিএনজি গাড়িতে যদি গ্যাস লিক হয় এবং আপনি সেই সময় গাড়িতে বসে সিগারেট খান, তাহলে বিস্ফোরণ ঘটতে পারে।
জরিমানা ছাড়াও সিগারেট খাওয়ার অনেক অপকারিতা রয়েছে। এটি ক্যান্সারের কারণ হতে পারে। শুধু জরিমানা এড়াতে নয়, আপনার স্বাস্থ্য রক্ষার জন্যও সিগারেট খাওয়া উচিত নয়, গাড়িতে বা অন্য কোথাও নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -