IRCTC Tatkal App : তৎকাল টিকিট নিশ্চিত হবে আরও তাড়াতাড়ি, মেনে চলুন এই নিয়ম
IRCTC Update: আগের থেকে অনেকটাই বদলে গেল অ্যাপ। তৎকাল টিকিট নিশ্চিত করার বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল(INdian Railway)। এখন ট্রেনে তৎকাল টিকিট পাওয়া আগের চেয়ে সহজ হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppIRCTC তার পুরোনো অ্যাপে অনেক পরিবর্তন করেছে। IRCTC-এর এই সিদ্ধান্ত উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও এমপির মানুষকে অনেকটাই স্বস্তি দেবে। এখন রেলে ভ্রমণকারীদের ট্রেনে কোটা খুঁজতে হবে না। IRCTC এই অ্যাপটিকে Confirm Ticket নামে দেখিয়েছে। তৎকাল কোটার অধীনে আসন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এই অ্যাপে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন বিভিন্ন ট্রেনের নম্বর লিখে তৎকাল কোটা থেকে আসন খুঁজতে হবে না।
IRCTC Tatkal App: এই অ্যাপের মাধ্যমে আপনি যেকোনও রুটে চলমান ট্রেনগুলিতে আজ, আগামীকাল ও পরশুর জন্য তত্কাল কোটার আসন সম্পর্কে তথ্য পাবেন। এখন আপনাকে বিভিন্ন ট্রেন নম্বর লিখে আলাদা করে আসনের বিষেয়ে খোঁজ নিতে হবে না। আপনি একবারে সেই রুটের সব ট্রেনের টিকিটের সম্পূর্ণ বিবরণ এই অ্যাপে পেয়ে যাবেন। আপনি Google Play Store বা IRCTC অ্যাপের মাধ্যমেও এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
Tatkal টিকিট বুক করতে পারবেন এইভাবে তৎকাল টিকিটের বুকিং সকাল 10 টা থেকে শুরু হয়। সকাল 10 টা থেকে এসি কোচের জন্য টিকিট কাটা হয়। তারপরে 11 টা থেকে স্লিপার বা নন এসি কোচ বা ক্লাসের জন্য টিকিট কাটা চলে। Tatkal-এ টিকিট পাওয়া সহজ নয়। তৎকালে টিকিট পাওয়া মানে ওই দিনই সবকিছু। সেই ক্ষেত্রে সারা দেশে হাজার হাজার বা লক্ষাধিক মানুষ একসঙ্গে তৎকাল টিকিট পাওয়ার চেষ্টা করেন। যাদের মধ্যে মাত্র কয়েকজন টিকিট পান। তাই, Tatkal-এ নিশ্চিত টিকিট পাওয়ার ক্ষেত্রে সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই ঝামেলা এড়াতে, এখন আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইট থেকে যাত্রীদের বিবরণ সংরক্ষণ করার সুবিধা রয়েছে। আপনি সেগুলি আগে থেকে পূরণ করে বিশদে সংরক্ষণ করতে পারেন। বুকিং করার সময় আপনার সময় বাঁচবে, যা তত্কাল-এ নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। টিকিট বুক করার সময় কেবল add existing-এ ক্লিক করুন। তাহলেই কাজ এগিয়ে যাবে।অ্যাড-এ ক্লিক করুন।
IRCTC Tatkal App: সময় কম লাগলেই টিকিট নিশ্চিত Tatkal এর মাধ্যমে টিকিট পাওয়ার ক্ষেত্রে সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক যাত্রী টিকিটের জন্য বিস্তারিত লিখতে সময় নেন। এরপর ক্যাপচা কোড লিখতে সময় লাগে। এই কারণে টিকিট কাটতে অনেক সময় লাগে। যারফলে ওয়েটিং লিস্টে টিকিট চলে যায়। এটি এড়াতে এখন আইআরসিটিসি (IRCTC) একটি অপশন দেয়।
Tatkal টিকিটের জন্য IRCTC আপনাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট বা UPI-এর সাহায্যে বিল পেমেন্ট বা অর্থ দেওয়ার সুবিধা দেয়। আপনি যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে টিকিট বুকিংয়ের টাকা দেন তবে তার সব বিবরণ পূরণ করতে হবে। এতে অনেক সময় লাগে ও টিকিট বুক করা হয় না। এটি এড়াতে এখন আপনার আইআরসিটিসি ওয়ালেটে টাকা রাখা উচিত। এটি টিকিট বুকিংয়ে আপনার সময় বাঁচাবে ও আপনি একটি নিশ্চিত টিকিট পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -