Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Cyber Fraud : সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনিও, যদি না মানেন এই নিয়ম
Cyber Crime Alert: দেশে ডিজিটাল লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার জালিয়াতির সংখ্যা। বার বার ব্যাঙ্ক ও সাইবার সেলের তরফে সচেতনতা মূলক প্রচার চালিয়েও লাভ হচ্ছে না। সাইবার অপরাধীরা বিভিন্নভাবে মানুষের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে। আজ আমরা আপনাকে এমন কিছু টিপস দেব, যার সাহায্যে নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন আপনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1. সন্দেহজনক ইমেল বা লিঙ্কগুলিতে ক্লিক করবেন না সাইবার অপরাধীরা আপনার ডিভাইস হ্যাক করতে এই লিঙ্ক ব্যবহার করে। তারা লিঙ্কের মাধ্যমে আপনার ফোন, কম্পিউটার বা ল্যাপটপে ম্যালওয়্যার বা ভাইরাস পাঠায়। এই ভাইরাসগুলি আপনার ডিভাইসে প্রবেশ করার সাথে সাথে এর নিয়ন্ত্রণ তাদের দখলে চলে যায়। এর পরে তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। তাই অপরিচিত ইমেইলে ক্লিক করবেন না। কোনও অজানা লিঙ্কে সন্দেহ হলে ক্লিক করা থেকে বিরত থাকুন।
2. পাসওয়ার্ড স্ট্রং হওয়া উচিত আপনার Gmail, UPI বা NetBanking পাসওয়ার্ড শক্তিশালী ও আলাদা করুন। একই পাসওয়ার্ড দিয়ে সব কাজ করবেন না। আপনার নাম, বাবার নাম, আপনার জন্ম তারিখ, জন্ম সাল বা অন্যান্য ব্যক্তিগত তথ্যে কখনই পাসওয়ার্ড রাখা উচিত নয়।
3. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখুন ফোনে অ্যাপস ও অ্যাকাউন্টগুলিতে লগইন করতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করুন। এর সাহায্যে প্রামাণ্য নথি ছাড়া আপনার অ্যাকাউন্টে ঢুকে কেউ লগইন বা কোনও লেনদেন করতে পারবে না।
4. পেমেন্টের জন্য পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করবেন না আপনি অনলাইনে অর্থ পাঠাতে চাইলে পাবলিক Wi-Fi এড়িয়ে চলুন। পেমেন্ট করার জন্য পাবলিক ওয়াই-ফাই ব্যবাহর করলে আপনার লগইন আইডি ও পাসওয়ার্ড হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে।
5. এছাড়াও QR কোড চেক করুন QR কোড দিয়ে টাকা পাঠানোর সময়, ঠিকভাবে স্ক্যান করার পরে যে নামটি আসে তা দেখুন। আপনি যাকে অর্থ পাঠাচ্ছেন তার নাম আছে কি না তা যাচাই করুন। পেমেন্ট অন্য কারও অ্যাকাউন্টে যাচ্ছে কিনা বুঝে নিন। প্রতারকরা প্রায়ই বড় ব্যবসায়ীদের QR কোড তাদের নিজস্ব QR কোড দিয়ে বদলে দেয়। এরফলে শুধু আপনার টাকাই ভুল জায়গায় যায় না, আপনার ব্যাঙ্কের বিবরণও প্রতারকদের কাছে চলে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -