Cyber Scam: ডেবিট বা ক্রেডিট কার্ডে নতুন জালিয়াতি শুরু; 'কার্ড স্কিমিং'-এ খালি হতে পারে অ্যাকাউন্ট ! আপনিও কি এর শিকার ?

Credit or Debit Card Skimming: এটি একটি নতুন ধরনের প্রতারণা, সারা দেশজুড়েই ঝুঁকি বাড়ছে সাধারণ মানুষের। এতে জালিয়াতরা কার্ডের তথ্য চুরি করে অ্যাকাউন্টের টাকা লুট করে। আপনিও কি এর শিকার হয়েছেন ?

ডেবিট ও ক্রেডিট কার্ডের নয়া জালিয়াতি শুরু

1/8
একদিকে ডিজিটাল পেমেন্ট যেমন দেশজুড়ে বেড়ে চলেছে, তেমনি একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার জালিয়াতির ঝুঁকিও।
2/8
এখন দেশে নতুন এক জালিয়াতি শুরু হয়েছে যাকে বলা হচ্ছে কার্ড স্কিমিং। এতে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে আপনার অ্যাকাউন্ট খালি করে দিতে পারে জালিয়াতরা।
3/8
জালিয়াতরা আপনার কার্ডের তথ্য চুরি করে নেয়। এটিএম বা পিওএস মেশিনে একটি ছোট ডিভাইস বসিয়ে এই প্রতারণা করা হয়। আপনি কার্ড সোয়াইপ করার সাথে সাথে আপনার বিবরণ সেই ডিভাইসে সেভ হয়ে যায় এবং পরে তা ভুলভাবে ব্যবহার করা হয়।
4/8
প্রতারণার এই পদ্ধতি এতই মারাত্মক যে মানুষ বুঝতে পারে না যে তাদের সাথে প্রতারণা হয়েছে। এখন, কীভাবে বুঝবেন আপনার কার্ড স্কিমিং এর শিকার হয়েছে কিনা। কারণ যদি আপনার কার্ড স্কিমিং এর শিকার হয়ে থাকে, তাহলে সেটি বন্ধ করা জরুরি। তবে প্রথমে এটি শনাক্ত করতে হবে।
5/8
এর সহজ উপায় হল আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের দিকে নজর রাখা। যদি কোনো লেনদেনের তথ্য আপনার কাছে না থাকে বা আপনি সেই লেনদেন না করে থাকেন, তাহলে এটি স্কিমিংয়ের কারণে হতে পারে। এমন হলে, দ্রুত ব্যাঙ্কে ফোন করে কার্ড বন্ধ করুন।
6/8
এছাড়াও, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে SMS এবং ইমেল অ্যালার্ট চালু রাখুন। যদি আপনার কার্ড থেকে কোনো লেনদেন হয়, তাহলে ব্যাঙ্ক আপনাকে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাঠায়। আপনি যদি এমন কোনো বার্তা দেখেন যেখানে টাকা কাটা হয়েছে, কিন্তু আপনি কোনো লেনদেন করেননি, তাহলে এটিও স্কিমিং হতে পারে।
7/8
এটিএম বা কার্ড মেশিনের গঠনে কোনো গড়বড় নজরে আসলে। যদি মেশিনের স্লট ঢিলা মনে হয় অথবা কোনো অতিরিক্ত ডিভাইস লাগানো দেখা যায়, তবে সেই মেশিন ব্যবহার করবেন না। যদি অ্যাকাউন্ট থেকে সামান্য পরিমাণ টাকা, যেমন ১০০ বা ২০০ টাকা কাটা যায়, তবে এটাও স্কিমিং টেস্ট ট্রানজেকশন হতে পারে।
8/8
যদি আপনি মনে করেন যে আপনি স্কিমিং এর শিকার হয়েছেন তবে অবিলম্বে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন এবং কার্ড ব্লক করুন। এছাড়াও সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করুন। আপনি যত দ্রুত ব্যবস্থা নেবেন, ক্ষতি তত কম হবে। কার্ড ব্যবহার করার সময় সতর্ক থাকাই ভালো।
Sponsored Links by Taboola