December Supermoon 2025: সন্ধ্যা নামতেই আজ আকাশে চোখ রাখুন, সুপারমুন পূরণ করতে পারে আপনার ইচ্ছে
December Supermoon 2025 : বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে সুপারমুন দেখা যাবে। এটি একটি বিশেষ দৃশ্য হতে চলেছে এবং আশা পূরণ করতে পারে।
Continues below advertisement
আজ চাঁদের কাছে যা চাইবেন...
Continues below advertisement
1/5
আজ ৪ ডিসেম্বর সন্ধ্যায় আপনারা একটি অসাধারণ মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারেন। কারণ এই বছর ২০২৫ সালের শেষ পূর্ণিমায় আজকের চাঁদ সুপারমুন রূপে দৃশ্যমান হবে, যা সাধারণ দিনের তুলনায় অনেক বড় এবং উজ্জ্বল দেখাবে।
2/5
আজ পূর্ণিমাতে সারা বিশ্বের মানুষ চাঁদের জ্যোৎস্নার অসাধারণ সৌন্দর্য অনুভব করবে। এছাড়াও আজকের বিশাল এবং উজ্জ্বল চাঁদ আপনার প্রতিটি মনোবাসনাও পূরণ করবে।
3/5
আজ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মার্গশীর্ষ পূর্ণিমা, যখন চন্দ্র দর্শনের গুরুত্ব আরও বেড়ে যায়। আজ চন্দ্রোদয় হলে, চাঁদের উদ্দেশ্যে রুপোর পাত্রে অর্ঘ্য দিন, মন্ত্র জপ করুন এবং কিছু সময় চাঁদের আলোয় বসুন।
4/5
চাঁদের আলোয় বসে আপনি চন্দ্র দেবের কাছে আপনার মনোবাসনা জানান। আজকের সন্ধ্যায় করা এই কাজগুলি অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয় এবং চন্দ্র দেবের কৃপায় মনোবাসনাও পূর্ণ হয়।
5/5
আজ চাঁদ বিকেল ০৪:৩৫ মিনিটে উঠেছে। সুপারমুনের দৃশ্যমানতা সম্পর্কে বলতে গেলে, আকাশ অন্ধকার হওয়ার সাথে সাথেই আপনি চাঁদের আকর্ষণীয় রূপ দেখতে পারবেন। তবে ৫ ডিসেম্বর ভোর ০৪:৪৪ মিনিটে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসবে এবং তার পূর্ণ উজ্জ্বলতা নিয়ে দেখা দেবে। একে ‘পেরিজি’ বলা হয়।
Continues below advertisement
Published at : 04 Dec 2025 06:58 PM (IST)