Digital Arrest : অপরাধের পার্সেল আপনার নামে, ধরেছে পুলিশ... আপনার কাছেও যখন তখন আসতে পারে এই ফোনকল
সম্প্রতি বঙ্গে শুরু হয়েছে নতুন প্রতারণাচক্র। 'পার্সেল প্রতারণা' থেকে সাবধান না হলে প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে আপনার। যা নিয়ে রাজ্য়বাসীকে সতর্ক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাই এই ধরনের ফোন এলে সাবধান !
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমূলত, আপনার নামে একটি অপরাধের সঙ্গে জড়িত পার্সেল ধরা পড়েছে বলে ফোন করছে প্রতারকরা। সেখানে জালিয়াতরা সবাইকে বলতে পারে, 'আপনার নামে বিদেশে পাঠানোর জন্য যে পার্সেল ছিল, সেটি মুম্বই পুলিশ/ দিল্লি পুলিশ/ বা কাস্টমসে ধরা পড়েছে।' স্বাভাবিকভাবেই এরকম পার্সেলের বিষয়ে আপনি 'পাঠাননি' বলে দেবেন।
তখন থেকেই শুরু হবে প্রতারকদের ভয় দেখানোর কাজ। সেই ক্ষেত্রে প্রতারকরা আপনাকে বলবে, ওই পার্সেলে অনেক সিম কার্ড, মাদক ধরা পড়েছে। সবথেকে বড় বিষয়, আপনার আধার কার্ড বা অন্য় কোনও পরিচয় পত্রের বিবরণের যোগ পাওয়া গেছে ওই পার্সেলে। এই বলে নিজেদের পার্সেল ডেলিভারি কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন অন্য়ের কাছে দিয়ে দেবে ঠগরা।
যার পর কাস্টমস অফিসার বা পুলিশ পরিচয়ে কেউ আপনার সঙ্গে কথা বলবে। যে আপনার বিশ্বাস অর্জনের জন্য আপনি সম্প্রতি আধার কার্ড ব্যবহার করেছেন কিনা জানতে চাইবে অপর প্রান্তের ব্যক্তি। এর পরের পদক্ষেপই সে বলবে, আপনার আধার ডেটা লিক হয়েছে বা হ্যাক হয়েছে। এখন এই বিষয়ে আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাই মামলা থেকে মুক্ত হতে আপনাকে তদন্তে সহযোগিতা করতে হবে।
এবার ধীরে ধীরে বিশ্বাস অর্জনের পরই আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্টের বিবরণ জানতে চাইবে জালিয়াতরা। আপনি কোন অ্য়াকাউন্টের কোথায় কত টাকা রেখেছেন তাও জানতে চাইবে এই জালিয়াতরা। মূলত, তাদের মূল লক্ষ্য় হবে ,আপনার পলিসি, ডিপোজিট ও সেভিংসের তল পাওয়া।
শেষে আর্থিক প্রতারণা থেকে বাঁচতে আপনার সব টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে রাখতে বলবে ওই জালিয়াতিচক্র। ভুল করে এই টাকা দুষ্কতীদের হাতে তুলে দিলে খালি হবে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট।
গত ২৯ নম্ভেম্বর এমনই এক ঘটনা ঘটেছে হায়দরাবাদের এক প্রবীণ নাগরিকের সঙ্গে। যেখানে একটি নির্দিষ্ট অ্য়াকাউন্টে ৩০ লক্ষ টাকা ফেলতে যাচ্ছিলেন ওই প্রবীণ ব্যক্তি। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় নিজেই সক্রিয় হন সংশ্লিষ্ট শাখার ব্য়াঙ্ক ম্য়ানেজার। শেষ মুহূর্তে বড় প্রতারণার হাত থেকে রক্ষা পান তিনি।
তাই এই ধরনের ফোন এলে ভয় পাবেন না। কোনও অজানা ব্যক্তিকে আপনার ব্যক্তিগত বিবরণ বা তথ্য় তুলে দেবেন না। যে কাজ আপনি করেননি তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
সম্প্রতি ডিজিটাল অ্য়ারেস্ট প্রতারণায় এই ধরনের বেশিরভাগ বিষয় উঠে আসছে। যেখানে ফোন করে বিভিন্ন পরিচয়ে দেশবাসীকে ঠকানোর কাজ করছে জালিয়াতচক্র। যা নিয়ে কিছুদিন আগে ই সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -