Divorce Case: দ্বিতীয়বার বিয়ের পরে প্রথম স্বামীর সম্পত্তির উপরেও কি অধিকার থাকে মহিলাদের ? কী বলছে দেশের আইন ?

Womens Rights On Husband Property: যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, স্ত্রীর অধিকার জন্মায় স্বামীর সম্পত্তির উপর। স্বামীকে ভরণপোষণের জন্য খোরপোশের টাকা দিতে হয়।

বিচ্ছেদের পরে দ্বিতীয় বিবাহ হলেও কি প্রথম স্বামীর সম্পত্তিতে অধিকার থাকে মেয়েদের ?

1/10
হিন্দু বিবাহ আইন অনুসারে পুরুষ ও মহিলার দুজনেরই একবার বিবাহের অধিকার রয়েছে। যদি কেউ দ্বিতীয়বার বিবাহ করতে চায়, তাহলে স্বামী হোক বা স্ত্রী তাঁর প্রাক্তন স্বামী বা স্ত্রীর মৃত্যু হলেই তা করতে পারবেন এবং আইনি বিচ্ছেদ হলেই তা করতে পারবেন।
2/10
যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, স্ত্রীর অধিকার জন্মায় স্বামীর সম্পত্তির উপর। স্বামীকে ভরণপোষণের জন্য খোরপোশের টাকা দিতে হয়।
3/10
কিন্তু সেই স্ত্রী যদি বিচ্ছেদের পরে দ্বিতীয়বার বিবাহ করেন, তাহলেও কি স্বামীকে খোরপোশ দিতে হবে ? আইন কী বলছে ?
4/10
১৯৫৬ সালের হিন্দু সাকসেশন আইন অনুসারে, প্রথম স্বামীর থেকে যদি কোনও মহিলার বিচ্ছেদ ঘটে থাকে, এবং তিনি দ্বিতীয়বার বিবাহ করেন তাহলে প্রথম স্বামীর সম্পত্তির উপর তাঁর কোনও অধিকার বর্তায় না।
5/10
কিন্তু যদি সেই স্ত্রীর স্বামীর মৃত্যু হয় এবং তারপরে সেই মহিলা দ্বিতীয় বিয়ে করেন, তাহলে প্রথম স্বামীর সম্পত্তির উপরে তাঁর পূর্ণ অধিকার থাকবে।
6/10
আইনি উপায়ে স্ত্রী তাঁর প্রথম স্বামীর সম্পত্তির উপর এই পরিস্থিতিতে অধিকার দাবি করতে পারেন। ভারতের আইন এতে সম্মতি দেয়।
7/10
যদি স্ত্রীর প্রথম বিবাহ আইনসম্মত না হয়, তাহলে প্রথম স্বামীর সম্পত্তির উপর তাঁর কোনও আইনি অধিকার থাকবে না।
8/10
প্রথম বিবাহের সময় থেকেই যদি স্বামীর বা স্ত্রীর কারও কোনও সঙ্গী বা সঙ্গিনী থেকে থাকে, তাহলে সেই বিবাহ অবৈধ বলে গণ্য হবে।
9/10
একজন মহিলার বিয়ের পরে তাঁর স্বামীর পৈতৃক সম্পত্তিতে কোনও অধিকার থাকে না আইন অনুসারে। এমনকী স্বামীর নিজের উপার্জিত সম্পত্তিতেও তাঁর কোনও আইনি অধিকার থাকে না।
10/10
তবে সন্তান তাঁর পৈতৃক সম্পত্তির অধিকার পায়। যদি স্বামীর মৃত্যু হয়ে যায়, তাহলে পৈতৃক সম্পত্তিতে স্বামীর যেটুকু অধিকার ছিল, কেবলমাত্র সেটুকুই আইনসম্মতভাবে দাবি করতে পারেন স্ত্রী।
Sponsored Links by Taboola