Domestic Violence: স্বামীকে মারধর করলে ভুগবেন স্ত্রী ! রয়েছে এই আইন
কোনও স্ত্রী যদি অস্ত্র বা লাঠি দিয়ে তার স্বামীকে মারধর করে, তাহলে তার বিরুদ্ধে IPC-এর 323 ধারায় অভিযোগ দায়ের করার সম্পূর্ণ অধিকার রয়েছে স্বামীর। সেই ক্ষেত্রে আরও অনেক বিধান রয়েছে স্বামীর জন্য। জেনে নিন, এরকম পরিস্থিতিতে বিবাহিত পুরুষরা কী করতে পারেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি স্ত্রীর ওপর মন খারাপ করে আত্মহত্যা করেছেন বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা, নারীদের জন্য যেমন মানসিক বা শারীরিক নির্যাতনের আইন আছে, তেমনি পুরুষদের জন্যও কোনও আইনি বিকল্প আছে কি ?
সাধারণভাবে বলতে গেলে, সমাজের কাঠামোতে আজও পুরুষের প্রতি নিষ্ঠুরতার উদাহরণ খুব কমই আছে; যে কারণে এই ঘটনাকে ব্যতিক্রম হিসাবে দেখা হয়। এমতাবস্থায় স্বামী স্ত্রীর দ্বারা হয়রানির শিকার হলে তিনি কোথায় যাবেন ? তার মামলার শুনানি কোথায় হবে, এটাই মানুষের মনে বড় প্রশ্ন থেকে যায়। আজ আমরা আপনাকে এই সব সম্পর্কে তথ্য দেব।
ভারতে, স্ত্রীর দ্বারা স্বামীদের হয়রানি সংক্রান্ত মামলা পারিবারিক আদালতে বা ফ্য়ামিলি কোর্টে শুনানি হয়। সাধারণত এই ধরনের মামলার জন্য ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 498A (স্ত্রী বা তার পরিবারের সদস্যদের দ্বারা স্বামীদের হয়রানি) এর বিধান রয়েছে।
স্বামী যদি মানসিক, শারীরিক বা আর্থিক নির্যাতনের শিকার হন, তাহলে তিনি থানায় অভিযোগও করতে পারেন, তারপর বিষয়টি আদালতে যেতে পারে। যদি কোনও নারী তার স্বামীকে কোনও অস্ত্র বা লাঠি দিয়ে মার, তাহলে স্বামীর 323 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সম্পূর্ণ অধিকার রয়েছে।
যদি আঘাত গুরুতর হয়, তবে মেডিকেল চেকআপ করার পরে, তিনি তার স্ত্রীর বিরুদ্ধে 326 ধারায় অভিযোগ দায়ের করতে পারেন। এ ছাড়া, স্ত্রী যদি মিথ্যা অভিযোগ করেন, তাহলে স্বামী ভারতীয় ধারা 182-এর অধীনে অভিযোগ দায়ের করতে পারেন।
মনে রাখবেন, এখানে কেবল বিষয়টি জানানোর জন্য আমরা খবর করেছি। এই ধরনের কোনও সমস্যা হলে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিন। তিনিই আপনাকে গাইড করতে পারবেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -