Drunk And Drive : মদ্যপান করে গাড়ি চালালে কোন কাজ করতে পারে না পুলিশ, সাজা ছাড়াও হতে পারে জরিমানা
Drunk And Drive : শীতের রাতে অনেকেই পার্টি বা পিকনিক থেকে মদ্যপান করে গাড়ি চালিয়ে ফিরছেন। পাশাপাশি ক্লাব বা পার্টি নাইট থেকেও বহু যুবক, যুবতী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। যার ফল হচ্ছে ভয়ানক।
মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন ? পুলিশ এই কথা বলতে পারে না !
1/8
Motor Vehicle Act : মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী, কেউ যদি মদ্যপান করে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে, তবে তাকে জরিমানা করা হয়। এছাড়াও গাড়ি কি বাজেয়াপ্ত করতে পারে পুলিশ ? কী রয়েছে নিয়ম।
2/8
নতুন বছর শুরু হতেই এই ধরনের অনেক কেস সামনে এসেছে। শীতের রাতে অনেকেই পার্টি বা পিকনিক থেকে মদ্যপান করে গাড়ি চালিয়ে ফিরছেন। পাশাপাশি ক্লাব বা পার্টি নাইট থেকেও বহু যুবক, যুবতী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। যার ফল হচ্ছে ভয়ানক।
3/8
প্রতি বছরে পার্টির পর অনেককেই এই কাজের জন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। পার্টিতে মদ্যপান করে গাড়ি চালানোর জন্য দেওয়া হয়। নববর্ষের পর পুলিশ অনেক লোককে মোটা জরিমানা করেছে। এছাড়াও পুলিশ কিছু উরদ্যোগ নিয়েছে।
4/8
ভারতে মোটরযান আইনে মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর আইন রয়েছে। আপনি যদি মদ্যপান করে গাড়ি চালান, তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। কিন্তু এই ঘটনায় পুলিশ কি আপনার গাড়ি আটক করতে পারবে? জেনে নিন এখানে।
5/8
মোটরযান আইনে কেউ মদ্যপান করে গাড়ি চালালে ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ডের আইন রয়েছে। এই অপরাধে কেউ দ্বিতীয়বার ধরা পড়লে জরিমানা ও কঠোর শাস্তি হতে পারে।
6/8
যদি কেউ মোটরযান আইনের একই নিয়ম দ্বিতীয়বার ভাঙে তাহলে 15000 টাকা পর্যন্ত জরিমানা ও 2 বছর পর্যন্ত কারাদণ্ডের আইন রয়েছে। কিন্তু এমন ক্ষেত্রে ট্রাফিক পুলিশ এর চেয়ে বেশি কোনও ব্যবস্থা নিতে পারে না। এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে।
7/8
মাতাল অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ আইনের আওতায় আপনার গাড়ি আটক করতে পারে না। মোটরযান আইনে এমন কোনও আইন করা হয়নি। এই বিষয়টি ট্রাফিকে পুলিশ ধরলে মনে রাখবেন।
8/8
মদ্যপানে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ যখন আপনাকে বাধা দেয়, তখন আপনাকে একটি ব্রেথ অ্যানালাইজার মেশিন ব্যবহার করে পরীক্ষা করা হয়। যদি আপনার রক্তের 100 মিলিলিটারে 300 মিলিগ্রামের বেশি অ্যালকোহল পাওয়া যায়, তাহলে আপনি মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য দোষী সাব্যস্ত হবেন।
Published at : 22 Jan 2025 03:32 PM (IST)