E-shram Card: সুখবর ! ১০০০ টাকা আসবে অ্যাকাউন্টে, জেনে নিন কবে হবে ট্রান্সফার ?
E-Shram Account: দেশে দরিদ্র ও অভাবীদের জন্য বিশেষ প্রকল্প চালায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পাশপাশি রাজ্য সরকারও এই ধরনের অনেক প্রকল্প চালায়। যার মাধ্যমে রাজ্যে বসবাসকারীদের আর্থিক সাহায্য দেওয়া হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগে যোগী সরকার ই-শ্রম পোর্টালের মাধ্যমে কর্মীদের প্রতি মাসে ৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল।
এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রায় ২ কোটি শ্রমিকের অ্যাকাউন্টে ১০০০ টাকা স্থানান্তর করেছে। আসুন আজকে আপনাদের জানাই যে এর পরবর্তী কিস্তি কখন আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে।
এখনও পর্যন্ত ২২কোটিরও বেশি কর্মী ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন। একইসঙ্গে ইউপিতে রেজিস্ট্রেশন করা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি। ইউপির যোগী সরকার নির্বাচনের আগে কর্মীদের অ্যাকাউন্টে ১০০০ টাকার একটি কিস্তি স্থানান্তর করেছিল।
এই পোর্টালের মাধ্যমে নিবন্ধিতদের মোট ২০০০ টাকা ভাতা দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত ১০০০ টাকা অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
শীঘ্রই সরকার বকেয়া ১০০০ টাকাও জনগণের অ্যাকাউন্টে স্থানান্তর করবে। এই সময় সবাই অপেক্ষা করছে পরবর্তী কিস্তির জন্য।
এই স্কিম অনুসারে যোগী সরকার মার্চের শেষে বা এপ্রিল মাসে বকেয়া ১০০০ টাকা স্থানান্তর করতে পারে। ফের একবার ইউপিতে যোগী সরকার এসেছে। তাই এখন মনে করা হচ্ছে, এই টাকা দ্রুত কর্মীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -