EPFO Update: চাকরিজীবীদের জন্য সুখবর ! শীঘ্রই অ্যাকাউন্টে আসবে এই টাকা

আর বেশি দেরি নেই, চাকরিজীবী হলে পাবেন সুখবর।

1/10
পিএফ অ্যাকাউন্টে সুদের অপেক্ষা করলে আপনার জন্য রয়েছে সুখবর। শীঘ্রই সুদের পরিমাণ আপনার অ্যাকাউন্টে পাঠাতে পারে সরকার।
2/10
কেন্দ্রীয় সরকার 2021-22-এর জন্য সুদের হার (ইপিএফ সুদের হার) 8.1 শতাংশ নির্ধারণ করেছে। সেই অনুযায়ী 6 কোটি অ্যাকাউন্টহোল্ডারের ঘরে স্থানান্তর করা হবে টাকা।
3/10
আপনি যদি এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে চান, তাহলে এর জন্য আপনাকে 7738299899 নম্বরে EPFOHO UAN ENG- এ লিখে পাঠাতে হবে। সেই ক্ষেত্রে শেষ 3টি অক্ষর ভাষা অনুযায়ী লিখতে হবে।
4/10
যদি আপনি হিন্দিতে তথ্য চান, তাহলে আপনি EPFOHO UAN HIN লিখে পাঠাতে পারেন।
5/10
ইউএএন-এ রেজিস্টার্ড নম্বর থেকে আপনাকে এটি এসএমএস করতে হবে। এর পরেই আপনি ব্যালেন্স কত আছে তা জানতে পারবেন।
6/10
আপনি ইংরেজি, পাঞ্জাবি, মরাঠি, হিন্দি, কন্নড়, তেলগু, তামিল, মালায়ালাম ও বাংলায় এই সুবিধা পাবেন।
7/10
আপনি যদি মিসড কলের মাধ্যমে ব্যালেন্স চেক করতে চান, তাহলে এর জন্য আপনাকে ইপিএফও-তে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406-এ মাত্র একটি মিসড কল দিতে হবে।
8/10
এই ব্যালেন্সের পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ আসবে। এই বার্তাটি AM-EPFOHO থেকে আপনার কাছে আসবে।
9/10
এর বাইরে আপনি UMANG অ্যাপের মাধ্যমে আপনার PF অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে কত সুদ পাঠানো হয়েছে তাও জানতে পারেন। প্রথমে আপনাকে আপনার ফোনে UMANG অ্যাপটি ইনস্টল করতে হবে।
10/10
এর পরে প্রথমে মেম্বারের উপর ক্লিক করুন ও তারপরে ইউএএন নম্বর ও পাসওয়ার্ড লিখুন।
Sponsored Links by Taboola