Pension Update: পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, বদলে গেল টাকা আসার দিন

EPS Update: এবার থেকে মাসের এই তারিখে আসবে পেনশন। আপনি খবর জানেন তো ?

1/7
EPS Pension Latest News: লক্ষাধিক পেনশনভোগীদের জন্য দারুণ খবর। এখন আর পেনশনের জন্য অপেক্ষা করতে হবে না পেনশন হোল্ডারদের। পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার।
2/7
পেনশনভোগীদের কাছ থেকে ক্রমাগত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিযোগ ছিল, পেনশনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। সেই কারণে এবার সার্কুলার জারি করেছে EPFO।
3/7
EPFO জানিয়েছে, এখন আর পেনশনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। পেনশনের পরিমাণ মাসের শেষ তারিখে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
4/7
নতুন সার্কুলার অনুযায়ী,কোনও ব্যক্তির পেনশন মাসের শেষ কার্যদিবসে তাঁর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অনেক সময় পেনশনভোগীদের ছুটি বা অন্য কোনও কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।যা এবার থেকে আর হবে না।
5/7
EPFO বিজ্ঞপ্তিতে বলেছে , সমস্ত অফিস এই বিষয়ে তাদের অধীনস্থ পেনশন বিতরণকারী ব্যাঙ্কগুলিকে নির্দেশ জারি করবে। যাতে পেনশন নিয়ে নেওয়া নতুন সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন করা যায়।
6/7
নতুন নির্দেশে বলা হয়েছে, পেনশনভোগীর অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের ২ দিন আগে এই পরিমাণ ব্যাঙ্কগুলিকে দিতে হবে। যাতে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
7/7
EPF অ্যাকাউন্ট হোল্ডাররা পেনশনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়। যে সকল কর্মচারীর বেতন ও DA মিলিয়ে ১৫,০০০ টাকা বা তার কম হয়, তারা EPS পেনশন পাওয়া যোগ্য বলে বিবেচিত হন।
Sponsored Links by Taboola