Pension Update: পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, বদলে গেল টাকা আসার দিন
EPS Pension Latest News: লক্ষাধিক পেনশনভোগীদের জন্য দারুণ খবর। এখন আর পেনশনের জন্য অপেক্ষা করতে হবে না পেনশন হোল্ডারদের। পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেনশনভোগীদের কাছ থেকে ক্রমাগত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিযোগ ছিল, পেনশনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। সেই কারণে এবার সার্কুলার জারি করেছে EPFO।
EPFO জানিয়েছে, এখন আর পেনশনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। পেনশনের পরিমাণ মাসের শেষ তারিখে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
নতুন সার্কুলার অনুযায়ী,কোনও ব্যক্তির পেনশন মাসের শেষ কার্যদিবসে তাঁর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অনেক সময় পেনশনভোগীদের ছুটি বা অন্য কোনও কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।যা এবার থেকে আর হবে না।
EPFO বিজ্ঞপ্তিতে বলেছে , সমস্ত অফিস এই বিষয়ে তাদের অধীনস্থ পেনশন বিতরণকারী ব্যাঙ্কগুলিকে নির্দেশ জারি করবে। যাতে পেনশন নিয়ে নেওয়া নতুন সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন করা যায়।
নতুন নির্দেশে বলা হয়েছে, পেনশনভোগীর অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের ২ দিন আগে এই পরিমাণ ব্যাঙ্কগুলিকে দিতে হবে। যাতে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
EPF অ্যাকাউন্ট হোল্ডাররা পেনশনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়। যে সকল কর্মচারীর বেতন ও DA মিলিয়ে ১৫,০০০ টাকা বা তার কম হয়, তারা EPS পেনশন পাওয়া যোগ্য বলে বিবেচিত হন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -