FASTag Rule: ১৫ অগাস্ট থেকে FASTag-এ আসছে এই বদল, মনে রাখুন এই ৫ বিষয়

FASTag Annual Pass: ২০২৫ সালের ১৫ অগাস্ট থেকে সারা দেশেই FASTag-এর নিয়মে বদল আসছে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর নির্দেশে নতুন বার্ষিক পাসের সুবিধে চালু হয়েছে।

FASTag-এ কী কী বদল আসছে ?

1/10
আগামী ১৫ অগাস্ট থেকে দেশে চালু হতে চলেছে FASTag বার্ষিক পাস। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ী অনেক আগেই এই বিষয়ে বার্তা দিয়েছিলেন।
2/10
এই বার্ষিক পাসের সহায়তায় বছরে ২০০টি ট্রিপ করা যাবে বিনামূল্যে, এই বার্ষিক পাস নিয়ে ন্যাশনাল হাইওয়ে এবং ন্যাশনাল এক্সপ্রেসওয়ের জন্য প্রযোজ্য।
3/10
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এই ফাস্ট্যাগ বার্ষিক পাসের জন্য খরচ হবে ৩০০০ টাকা। এই পাসের টাকা দেওয়া যাবে NHAI-এর ওয়েবসাইটে।
4/10
এই বার্ষিক পাস গাড়ি চালকদের ফাস্ট্যাগের সঙ্গে সংযুক্ত থাকবে। একবার এই পেমেন্ট নিশ্চিত হলে ২ ঘণ্টার মধ্যেই রেজিস্টার্ড ফাস্ট্যাগে সক্রিয় হয়ে যাবে।
5/10
২০০টি ট্রিপ সম্পূর্ণ হওয়ার পরে এই ফাস্ট্যাগ আবার সাধারণ ফাস্ট্যাগ আইডিতে পরিবর্তিত হয়ে যাবে।
6/10
ফি প্লাজার ক্ষেত্রে একবার ক্রসিংকে একটি ট্রিপ হিসেবে গণনা করা হবে এবং একটি রাউন্ডকে গণনা করা হবে দুটি ট্রিপ হিসেবে।
7/10
ক্লোজড টোলিং ফি প্লাজার ক্ষেত্রে এক জোড়া এন্ট্রি ও এক্সিট এক ট্রিপ হিসেবে গণনা করা হবে। সমস্ত ব্যক্তিগত যানবাহনের জন্য এই ফাস্ট্যাগ প্রযোজ্য হবে।
8/10
তবে মনে রাখতে হবে যে একটি গাড়ির নামে রেজিস্টার্ড ফাস্ট্যাগ অন্য কোনও গাড়িতে স্থানান্তর করা যাবে না।
9/10
সরকার দাবি করছে, এই নতুন নিয়মের ফলে ৬০ কিলোমিটারের মধ্যে অবস্থিত টোল প্লাজা সম্পর্কিত দীর্ঘস্থায়ী উদ্বেগের সমাধান হবে। পাশাপাশি সিঙ্গল সাশ্রয়ী মূল্যের লেনদেনের মাধ্যমে টোলে টাকা দেওয়া আরও সহজ হবে।
10/10
এই নতুন নিয়ম অপেক্ষার সময় কমিয়ে, টোল প্লাজায় যানজট কমাবে বলে মনে করছে সরকার। পাশাপাশি টোল প্লাজায় সমস্যা কমিয়ে বার্ষিক পাস লক্ষ লক্ষ ব্যক্তিগত যানবাহন মালিকদের জন্য দ্রুত ও সহজ যাত্রার অভিজ্ঞতা দেবে।
Sponsored Links by Taboola