Fixed Deposit Rate: প্রায় ১০ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, পিছিয়ে নেই এরাও
FD Rate Hike: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্চমবার রেপো রেট বাড়ানোর আগেই ফিক্সড ডিপোজিটে সুদ বাড়িয়েছিল কিছু ব্যাঙ্ক। নতুন করে রেপো রেট বৃদ্ধিতে ফের বাড়তে পারে সুদ।
Money
1/8
আপনি যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তাহলে এই দুটি ব্যাঙ্কের সুদের হার দেখতে পারেন। যেগুলি আপনাকে FD-তে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিতে পারে। তবে এই সুদ প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে।
2/8
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের এফডিতে 4.5 থেকে 9 শতাংশ সুদ দিচ্ছে। নির্দিষ্ট মেয়াদে ৯ শতাংশ সুদ দিচ্ছে এই আর্থিক প্রতিষ্ঠান।
3/8
ব্যাঙ্ক কেবল 181 দিন ও 501 দিনের মেয়াদে বার্ষিক 9 শতাংশ সুদ দিচ্ছে। এছাড়াও সাধারণ নাগরিকরা একই মেয়াদে 8.50 শতাংশ সুদের সুবিধা পেতে পারেন। এই সুদ নাগরিকদের বছরের ভিত্তিতে দেওয়া হবে।
4/8
প্রবীণ নাগরিকদের ব্যাঙ্কের দেওয়া এই বিশেষ মেয়াদের এফডি-তে 9.59 শতাংশ সুদ দেওয়া হয়। এই এফডির মেয়াদ 5 বছর। একই মেয়াদে সাধারণ নাগরিকের জন্য FD হার 9 শতাংশ।
5/8
ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ৬ ডিসেম্বর এফডির হার বাড়ানো হয়। এই বৃদ্ধির পর সাধারণ মানুষকে 4 শতাংশ থেকে 9 শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক। একই সময়ে, FD-তে প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ 4.50 শতাংশ থেকে 9.59 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।
6/8
Utkarsh Small Finance Bank FD-এ কমপক্ষে ৮ শতাংশ ও সর্বোচ্চ ৮.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।
7/8
উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৮ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য ৮.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।
8/8
একইভাবে, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৭.৫০ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
Published at : 14 Dec 2022 12:58 PM (IST)