Financial Rules Change: ১ ডিসেম্বর থেকেই আপনার পকেটে টান ! বদলে যাবে এই নিয়ম
এলপিজি সিলিন্ডারের দাম থেকে সিএনজি, পিএনজির দাম নির্ধারণ, প্রতি মাসেই বদলে যায় এই বিষয়গুলি। এবারও ৩০ নভেম্বরের পর অনেক পরিবর্তন হতে চলেছে বাজারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নির্দিষ্ট তারিখের মধ্যেই এবার জীবন শংসাপত্র বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে পেনশন হোল্ডারদের। সময়মতো লাইফ সার্টিফিকেট জমা না দিলে আপনার পেনশন বন্ধ হয়ে যেতে পারে।
৩০ নভেম্বরের মধ্য়ে এই শংসাপত্র জমা দিতে হবে পেনশনহোল্ডারদের। এর জন্য পেনশনহোল্ডাররা ব্যাঙ্কের শাখায় বা অনলাইনে গিয়ে জীবন প্রমাণপত্র জমা দিতে পারেন। অন্যথায় পেনশন বন্ধ যাবে পেনশনভোগীদের। সেই কারণে আগামী ২দিনের মধ্যেই করতে হবে এই কাজ।
চলতি বছরের ডিসেম্বর মাসে মোট ১৩ দিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। এই ১৩ দিন ব্যাঙ্ক ছুটির মধ্য়ে সপ্তাহ শেষের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও সব রবিবারও ধরা হয়েছে।
বড়দিন, বছরের শেষ দিন, গুরু গোবিন্দ সিং জির জন্মদিনও আসছে ডিসেম্বর মাসে। এই দিনে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকে। ছুটির দিনে ভারতে সব বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকে। কিছু ব্যাঙ্ক স্থানীয় উত্সব ও ছুটির দিনগুলি পালন করে। সেই দিন রাজ্যে বন্ধ থাকে ব্যাঙ্কগুলি।
ব্যাঙ্কছুটির এই দিনগুলিতে আপনি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার বেশিরভাগ কাজের নিষ্পত্তি করতে পারেন।
সারা দেশে প্রতি মাসের প্রথম তারিখ বা প্রথম সপ্তাহে সিএনজি ও পিএনজির দাম বেশিরভাগই পরিবর্তিত হয়। মাসের প্রথম সপ্তাহে দিল্লি ও মুম্বইয়ে গ্যাসের দাম বদল করে পেট্রলিয়াম কোম্পানিগুলো।
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে নির্ধারিত হয়। কেন্দ্রীয় সরকার গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের (19 কেজি) দাম কমিয়েছে। যদিও 14 কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
এবারও আশা করা হচ্ছে, তেল কোম্পানিগুলো দাম কমাতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -