জাল হচ্ছে ভোটার কার্ড ! মোবাইল নম্বরের সাহায্যে সহজেই দেখে নিতে পারবেন ভোটার তালিকায় আপনার নাম, কীভাবে দেখে নিন
এবং তৃতীয় বা শেষ বিকল্পটি থাকবে মোবাইল নম্বরের সাহায্যে খোঁজার জন্য। বিকল্পে দেখতে পাবেন লেখা আছে সার্চ বাই মোবাইল Search by Mobile।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই অবস্থায় ভোটাররা চাইলে, ঘরে বসেই নিজের EPIC নম্বর (ভোটার কার্ডের উপরে উল্লেখ করা থাকে) বা মোবাইল নম্বরের সাহায্যে অনায়াসে অনলাইনে দেখে নিতে পারবেন আপনার নাম কীভাবে রয়েছে ভোটার কার্ডে
মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে এই পদ্ধতিতে। তবে যুক্ত না থাকলেও অনলাইনে গিয়ে দেখে নেওয়া যাবে।
এখানে দেখে নেওয়া যাক, মোবাইল নম্বরের সাহায্যে অনলাইনে গিয়ে কীভাবে নিজের ভোটার কার্ডের অবস্থা চেক করে নেওয়া যাবে
এর জন্য আপনার স্মার্ট ফোন বা ডেক্সটপ/ল্যাপটপ থেকে প্রথমে যেতে হবে ভোটার সার্ভিস পোর্টালে (Voters Services Portal)। টাইপ করতে হবে https://electoralsearch.eci.gov.in/।
পাতায় ঢুকলে প্রথমেই দেখা যাবে Search in Electoral Roll। তার নিচে আসবে তিনটি বিকল্প। প্রথম বিকল্প ভোটার কার্ডের নম্বর ধরে খোঁজার জন্য, সার্চ বাই এপিক (Search by EPIC)।
দ্বিতীয় বিকল্পটি ভোটার কার্ডের নম্বর ব্যতীত অন্যান্য বিস্তারিত তথ্য সহযোগে খোঁজার জন্য়। বিকল্পে দেখা যাবে সার্চ বাই ডিটেলস (Search by Details)।
মোবাইল নম্বরের দ্বারা ভোটার কার্ডের বিস্তারিত তথ্য দেখতে সার্চ বাই মোবাইল Search by Mobile-এ ক্লিক করতে হবে। তারপর দিতে হবে আপনার মোবাইল নম্বর ( যার সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত রয়েছে )।
এরপর বেছে নিতে হবে আপনার রাজ্য select your state। বেছে নিতে হবে ভাষা select language। দিতে হবে ক্যাপচা কোড। এরপর আপনার মোবাইলে আসবে ছয় সংখ্যার একটি OTP।
OTP দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ভোটার তালিকার বিস্তারিত তথ্য। ভোটারের বিশদ বিবরণ । কী কী থাকবে সেখানে ?
থাকবে, আপনার নাম ও পদবি। আত্মীয়ের নাম। বয়স, লিঙ্গ। থাকবে ভোটার কার্ডের নম্বর। রাজ্যের নাম, সংসদ কেন্দ্রের নাম। বিধানসভার নাম ও নম্বর। পোলিং বুথের নাম ও নম্বর। অংশের নাম ও ক্রমিক নম্বর। আসন্ন কোনও ভোট থাকলে তার তারিখ।
মিলিয়ে নিন, এগুলি আপনার তথ্যের সঙ্গে মিলছে কি না। গরমিল থাকলে সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানান। আর হ্যাঁ, প্রয়োজনে ভোটার কার্ডের ই-তথ্যের একটা প্রিন্ট আউট নিয়ে রাখুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -