Fixed Deposit: এই ব্যাঙ্কগুলিতে স্থায়ী আমানত থাকলে সুখবর, এপ্রিলেই বেড়েছে সুদের হার

FD Interest Rate:

ছবি সৌজন্য- গেটি

1/10
বেশ কিছু ব্যাঙ্ক এই বছরই তাঁদের স্থায়ী আমানতের সুদের হারে পরিবর্তন করেছে। স্মল ফিনান্স ব্যাঙ্কও কিছু রয়েছে সেই তালিকায়। ছবি- গেটি
2/10
এই সব ব্যাঙ্কে স্থায়ী আমানত থাকলে গ্রাহকদের জন্য খুশির খবর। দেখে নিন কোন কোন ব্যাঙ্কে বদলেছে সুদের হার। ছবি- গেটি
3/10
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্কে ১৭ এপ্রিল থেকেই সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে ৭.২৫ শতাংশ সুদ।
4/10
এই ব্যাঙ্কেই স্থায়ী আমানতের ক্ষেত্রে ৬০ বছরের কম বয়সীরা পাবেন ৮ শতাংশ সুদ এবং ষাটোর্ধ্বদের জন্য ৮.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ছবি- গেটি
5/10
IDBI ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে স্থায়ী আমানতের উপর মিলছে ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ। ৩০০ দিনের মেয়াদে এই ব্যাঙ্কে স্থায়ী আমানতে সুদের হার ৭.০৫ শতাংশ। ছবি- গেটি
6/10
প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্কে সুদের হার একই মেয়াদে রাখা হয়েছে ৭.৫৫ শতাংশ। অন্যদিকে ৪৪০ দিনের বিশেষ স্থায়ী আমানতের উপর এখানে সুদ মিলছে ৭.২০ শতাংশ। ছবি- গেটি
7/10
ফেডারেল ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে স্থায়ী আমানতে গ্রাহকরা সর্বোচ্চ ৭.৪০ শতাংশ সুদ পাবেন। ছবি- ফ্রিপিক
8/10
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুদের হারেও বদল এসেছে এপ্রিলেই। এখানে একই মেয়াদে ৩ থেকে ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ছবি- ফ্রিপিক
9/10
আরেকটি স্মল ফিনান্স ব্যাঙ্কেও স্থায়ী আমানতের সুদের হারে বদল এসেছে। ব্যাঙ্কের নাম সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। ষাট বছরের কম বয়সী গ্রাহকরা এই ব্যাঙ্কে স্থায়ী আমানতে পাবেন ৪ থেকে ৯.০১ শতাংশ পর্যন্ত সুদ। ছবি- ফ্রিপিক
10/10
অন্যদিকে একই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা স্থায়ী আমানতের উপর পাবেন ৪.৫০ থেকে ৯.২৫ শতাংশ পর্যন্ত সুদ। ছবি- ফ্রিপিক
Sponsored Links by Taboola