Fixed Deposit: এই ব্যাঙ্কগুলিতে স্থায়ী আমানত থাকলে সুখবর, এপ্রিলেই বেড়েছে সুদের হার
বেশ কিছু ব্যাঙ্ক এই বছরই তাঁদের স্থায়ী আমানতের সুদের হারে পরিবর্তন করেছে। স্মল ফিনান্স ব্যাঙ্কও কিছু রয়েছে সেই তালিকায়। ছবি- গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সব ব্যাঙ্কে স্থায়ী আমানত থাকলে গ্রাহকদের জন্য খুশির খবর। দেখে নিন কোন কোন ব্যাঙ্কে বদলেছে সুদের হার। ছবি- গেটি
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্কে ১৭ এপ্রিল থেকেই সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে ৭.২৫ শতাংশ সুদ।
এই ব্যাঙ্কেই স্থায়ী আমানতের ক্ষেত্রে ৬০ বছরের কম বয়সীরা পাবেন ৮ শতাংশ সুদ এবং ষাটোর্ধ্বদের জন্য ৮.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ছবি- গেটি
IDBI ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে স্থায়ী আমানতের উপর মিলছে ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ। ৩০০ দিনের মেয়াদে এই ব্যাঙ্কে স্থায়ী আমানতে সুদের হার ৭.০৫ শতাংশ। ছবি- গেটি
প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্কে সুদের হার একই মেয়াদে রাখা হয়েছে ৭.৫৫ শতাংশ। অন্যদিকে ৪৪০ দিনের বিশেষ স্থায়ী আমানতের উপর এখানে সুদ মিলছে ৭.২০ শতাংশ। ছবি- গেটি
ফেডারেল ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে স্থায়ী আমানতে গ্রাহকরা সর্বোচ্চ ৭.৪০ শতাংশ সুদ পাবেন। ছবি- ফ্রিপিক
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুদের হারেও বদল এসেছে এপ্রিলেই। এখানে একই মেয়াদে ৩ থেকে ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ছবি- ফ্রিপিক
আরেকটি স্মল ফিনান্স ব্যাঙ্কেও স্থায়ী আমানতের সুদের হারে বদল এসেছে। ব্যাঙ্কের নাম সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। ষাট বছরের কম বয়সী গ্রাহকরা এই ব্যাঙ্কে স্থায়ী আমানতে পাবেন ৪ থেকে ৯.০১ শতাংশ পর্যন্ত সুদ। ছবি- ফ্রিপিক
অন্যদিকে একই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা স্থায়ী আমানতের উপর পাবেন ৪.৫০ থেকে ৯.২৫ শতাংশ পর্যন্ত সুদ। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -