Flight Ticket Booking: অনলাইনে বিমানের টিকিট কাটছেন ? জালিয়াতি থেকে বাঁচতে খেয়াল রাখুন ৫ বিষয়
এখনকার দিনে প্রায় সবকিছুই অনলাইনে বুক করা হয়ে থাকে। সিনেমার টিকিট থেকে বিমানের টিকিট সবই। কিছুক্ষেত্রে বেশ লোভনীয় অফারও পাওয়া যায় অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ধরনের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে অনেকে সর্বস্বান্ত হয়েছেন সাইবার জালিয়াতির শিকার হয়ে। অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও জালিয়াতির হাত থেকে বাঁচতে সতর্ক থাকা দরকার। ছবি- ফ্রিপিক
অনেকক্ষেত্রে জালিয়াতরা সস্তায় বহুমূল্য টিকিটটি পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দেয় আর সেই ডিসকাউন্ট থাকে সীমিত সময়ের জন্য। ছবি- ফ্রিপিক
এই ফাঁদে পা দিয়ে মানুষ ডিসকাউন্ট পাবার লোভে জালিয়াতির কবলে পড়ে সর্বস্বান্ত হয়। ছবি- ফ্রিপিক
ইমেলের মাধ্যমে ভুয়ো ফ্লাইটের বুকিং অফার পাঠানো হয়ে থাকে। এই ইমেলে থাকে কিছু সন্দেহজনক লিঙ্ক। ছবি- ফ্রিপিক
এই ধরনের লিঙ্কে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে এইরকম ভুয়ো বিজ্ঞাপনী ইমেলের মাধ্যমে টিকিট কাটার চেষ্টা না করাই উচিত। ছবি- ফ্রিপিক
এমনকী নামী-দামি কোম্পানির নাম দিয়ে জাল ওয়েবসাইট তৈরি করে জালিয়াতি চলে। মানুষ এতে সহজেই ভেবে নেয় যে তারা সঠিক ওয়েবসাইট থেকেই টিকিট বুকিং করছেন। ছবি- ফ্রিপিক
এই জালিয়াতি থেকে বাঁচতে আপনাদের মনে রাখতে হবে, যে ওয়েবসাইট থেকে টিকিট কাটছেন সেটি নির্ভরযোগ্য কিনা। ছবি- ফ্রিপিক
অনলাইন পেমেন্টের সময় সতর্ক থাকতে হবে যাতে আপনি একটি নিরাপদ উপায়ে অর্থ প্রদান করতে পারেন। ছবি- ফ্রিপিক
যে সাইটে আপনি টিকিটের জন্য পেমেন্ট করছেন তাঁর URL-এ https আছে কিনা তা যাচাই করে দেখে নিতে হবে। এই বিষয় না থাকলে সাইটটি পেমেন্টের জন্য উপযুক্ত নয় বলেই ধরে নিতে হবে। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -