Aadhaar Rules: আধারে নতুন নিয়ম, এই কাজ করেছেন তো ?
আধার কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করল সরকার। আপনার আধার কার্ডের ১০ বছর পূর্ণ হলে অবশ্যই কাজে লাগবে এই খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি আধার নিয়মে কিছু সংশোধন করেছে UIDAI । যেখানে কার্ড ১০ বছর পুরনো হলেই তা আপডেট করতে বলেছে সরকার। ইতিমধ্যেই আধার কার্ডধারকদের এই বিষয়ে অনুরোধ করেছে কর্তৃপক্ষ ।
সূত্রের খবর, ইতিমধ্য়েই আধার কার্ডের এই নতুন নির্দেশিকার বিষয়ে নোটিস জারি করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আধার আপডেট সেন্ট্রাল আইডেন্টিটি ডেটা রিপোজিটরি (CIDR) এই নতুন প্রাসঙ্গিক তথ্যের বিষয়ে যাচাই করবে।
বিজ্ঞপ্তি বলছে, পরিচয় ও ঠিকানার প্রমাণের নথিগুলি আধার কার্ডের তালিকাভুক্তির প্রতি ১০ বছর পূর্ণ হওয়ার পরে অন্তত একবার আপডেট করা উচিত। পরবর্তীকালে এই তথ্যই নিশ্চিত করবে CIDR ।
১ আধার আপডেট পোর্টালে যান ও আপনার ঠিকানা অনলাইনে আপডেট করুন এ ক্লিক করুন। ২ আপনার যদি বৈধ ঠিকানা প্রমাণ থাকে, তাহলে ঠিকানা আপডেট করতে এগিয়ে যান ট্যাবে ক্লিক করুন।
৩ একটি নতুন পৃষ্ঠা খুলবে, আপনার ১২-সংখ্যার আধার নম্বর লিখুন ও ওটিপি পাঠান এ ক্লিক করুন। ৪ এবার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, এটি লিখুন।
৫ এখানে অ্যাড্রেস প্রুফ দিয়ে ঠিকানা আপডেট করুন বা আপডেট ঠিকানা ভিস সিক্রেট কোড বিকল্পটি নির্বাচন করুন। ৬ ঠিকানার প্রমাণ (POA) এ প্রদত্ত আপনার ঠিকানা লিখুন ও প্রিভিউ বোতামে ক্লিক করুন। ৭ আপনি যদি ঠিকানা সম্পাদনা করতে চান, তাহলে পরিবর্তন এ ক্লিক করুন ও ঘোষণায় টিক দিন ও জমা দিন বোতামটি টিপুন।
৮ এখন নথির টাইপটি নির্বাচন করুন, যা আপনি যাচাইয়ের জন্য POA হিসাবে দিচ্ছেন। ৯ ঠিকানা প্রমাণের স্ক্যান কপি আপলোড করুন ও জমা দিন বোতামে ক্লিক করুন।
১০ এরপরই আপনার আধার আপডেটের অনুরোধ গ্রহণ করা হবে ও আপনাকে একটি ১৪ সংখ্যার URN দেওয়া হবে, যার সাহায্যে আপনি স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -