EPFO Update: EPF-এ আরও কমল সুদের হার, চিন্তায় মধ্যবিত্ত !
এক ধাক্কায় আরও কমল ইপিএফ-এ সুদের হার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮.৫ শতাংশ থেকে নেমে ৮.১ শতাংশে চলে এল ইন্টারেস্ট রেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)এই সুদ কমামোর সিদ্ধান্ত নিয়েছে। 2021-22 অর্থবর্ষের জন্য ভবিষ্য তহবিল আমানতের ওপর কার্যকর হবে এই নতুন সুদের হার।
ইপিএফও-র সিদ্ধান্ত গ্রহণকারী সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ 2021-22-এর জন্য কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (EPF) 8.1% হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পরিসংখ্যান বলছে, 1977-78 সালের পর এটাই ইপিএফ-এ সবথেকে কম সুদের হার। ওই নির্দিষ্ট সময় ইপিএফ-এ সুদের হার ছিল 8 শতাংশ।
একটা বিষয় মনে রাখতে হবে, গত মার্চে কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড (CBT) 2020-21-এর জন্য EPF আমানতের উপর 8.5 % সুদের হার নির্ধারণ করেছিল। এবার তারাই কম সুদের হারের সুপারিশ করেছে। ২০২১ সালের অক্টোবরে কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের সেই সিদ্ধান্তে অনুমোদন দেয় অর্থ মন্ত্রক।
এরপর, ইপিএফও ফিল্ড অফিসগুলিকে সেই নির্দেশ জারি করে। পরে ২০২০-২১-এর জন্য সুদ বাবদ আয় 8.5 শতাংশ গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করে সরকার। এখন, সিবিটি সিদ্ধান্তের পর 2021-22-এর জন্য ইপিএফ আমানতের সুদের হার সম্মতির জন্য অর্থ মন্ত্রকে পাঠানো হবে।
ইপিএফও অর্থ মন্ত্রকের মাধ্যমে সরকারের অনুমোদন পাওয়ার পরই সুদের হার অনুযায়ী পরবর্তীকালে গ্রাহকদের টাকা দিতে পারবে।
গত বছর মার্চেই সুদের হার সাত বছরের তুলনায় সবথেকে কম করে দিয়েছিল EPFO। 2019-20 সালে প্রভিডেন্ট ফান্ডে সুদে হার দাঁড়ায় 8.5 শতাংশ । আগে 2018-19 সালে যা ছিল 8.65 শতাংশ।
পরিসংখ্যান বলছে, 2012-13 সালের পর সেই প্রথম ইপিএফ-এর সুদের হার 8.5 শতাংশে এসে দাঁড়িয়েছিল। স্বাভাবিকভাবেই নতুন এই সুদের হারে চিন্তা বাড়াল বেতনভুক কর্মচারীর।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কম হওয়ায় অ্যাকাউন্ট সুদ বাবদ আরও কম টাকা আসবে বছর শেষে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -