Handshake: কেন বাম নয়, ডান হাতেই সবসময় করমর্দন করা হয়ে থাকে?
Handshake Rules ডান হাতে হাত মেলানো শুধু অভ্যাস নয়। ধর্ম, ইতিহাস ও বিশ্বাসের সঙ্গে জড়িত। এটি নিরস্ত্রতা, পারস্পরিক সম্মান ও বিশ্বাসের প্রতীক।
Continues below advertisement
এমনটার কারণ কী?
Continues below advertisement
1/9
ডান হাত দিয়ে করমর্দন করার প্রথম কারণ হল অনেক ধর্ম ও সংস্কৃতিতে বাঁ হাতকে অশুভ মনে করা হয়। ঐতিহ্যগতভাবে শুভ কাজগুলো ডান হাত দিয়েই করা হয়।
2/9
হাত মেলানো এবং অভিবাদন জানানোর জন্য ডান হাতের ব্যবহার করা হয়, কারণ অনেক বিশেষজ্ঞ মনে করেন যে প্রাচীনকালে মানুষ ডান হাতে অস্ত্র ধরত।
3/9
যখন মানুষজন মিলিত হত, তখন ডান হাত বাড়ানোর অর্থ ছিল হাতে কোনো অস্ত্র নেই এবং সামনের জনের উপর আক্রমণের কোনো ইচ্ছা নেই।
4/9
শৈশবকাল থেকেই আমাদের শেখানো হয় যে হাত মেলানো বা অভিবাদন জানানোর জন্য ডান হাতের ব্যবহার করা উচিত।
5/9
প্রাচীন রোমে যখন লোকেরা একে অপরের সঙ্গে দেখাসাক্ষাৎ করত, তখন তারা ভরসার জন্য একে অপরের কব্জি বা বাহু ধরত। পরে, এই ঐতিহ্যটি পরিবর্তিত হতে হতে করমর্দনে পরিণত হয়।
Continues below advertisement
6/9
ডান হাত দিয়ে অভিবাদন জানানোর আরও একটা বড় কারণ হল, দুনিয়াতে অধিকাংশ মানুষের প্রধান হাত ডান, যা দিয়ে তারা রোজকার কাজ করে।
7/9
সেই কারণে অভিবাদন জানানোর সময় লোকেদের ডান হাতটাই স্বাভাবিকভাবে আগে বাড়ে।
8/9
ডান হাত দিয়ে হাত মেলানো এই কথার ইঙ্গিত দেয় যে আপনি অন্য ব্যক্তির উপর ভরসা করেন এবং নিজেও নির্ভরযোগ্য। হাত মেলানোর জোর এবং ধরনে ব্যক্তির আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বও ফুটে ওঠে।
9/9
সময়ের সঙ্গে সঙ্গে, করমর্দন কাউকে শুভেচ্ছা জানানোর এবং তাদের সাথে মিলিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠেছে।
Published at : 18 Dec 2025 08:18 AM (IST)
Tags :
Handshake