Holi 2025 : রেলযাত্রা বদলে যাবে জেলযাত্রায় ! ট্রেনে দোল খেললেই সঙ্গে সঙ্গে অ্যাকশন, সতর্ক করল ভারতীয় রেল

Indian Railways : আপনিও যদি ট্রেনে ভ্রমণের সময় কামরায় হোলি খেলার পরিকল্পনা করে থাকেন, তাহলে সাবধান ! এই পরিকল্পনা বড় সমস্যায় ফেলতে পারে আপনাকে । সোশ্যাল মিডিয়ায় এই পো্ট করেছে ভারতীয় রেল ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আগামীকাল অর্থাৎ ১৪ মার্চ সারাদেশে পালিত হবে হোলি উৎসব। মানুষ এই উৎসবে প্রচুর আবির খেলে। স্কুল, কলেজ এবং অফিসগুলিতে লোকেরা খুব উত্সাহের সঙ্গে হোলি উদযাপন করে। অনেক সময় ট্রেনে ভ্রমণের সময়ও মানুষ একে অপরকে হোলির রঙে রাঙায়।

আপনিও যদি ট্রেনে ভ্রমণের সময় কামরার ভিতরে হোলি খেলার পরিকল্পনা করে থাকেন, তাহলে সাবধান ! ট্রেনে হোলি খেলে সমস্যায় পড়তে পারেন আপনি। জেনে নিন, এই বিষয়ে কী কী নিয়ম রয়েছে।
আপনি যদি ট্রেনে রং , আবির বা কোনও ধরনের হৈচৈ করেন, তবে সেই পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবে অন্যকে বিরক্ত করার জন্য আপনাকে 500 টাকা জরিমানা ও 6 মাসের জেল হতে পারে। এছাড়াও, রেলওয়ে আইন 1989-এর 147 ধারা অনুযায়ী, রেলের সম্পত্তির ক্ষতি করার জন্য একজন ব্যক্তিকে 1000 টাকা জরিমানা দিতে হতে পারে। তার ৬ মাসের জেলও হতে পারে। উভয় শাস্তিই তাকে ভোগ করতে হতে পারে।
রেলওয়ে আইন 1989 এর অধীনে ট্রেনে হোলি খেলা ট্রেন চলাচলে বাধার সৃষ্টি করতে পারে। এই অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেলে যেতে হতে পারে যাত্রী বা রেল অবরোধীকারীদের।
বিনা অনুমতিতে ট্রেনে হোলি খেললে RPF এবং GRP আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এমনকি আপনি পরবর্তী স্টেশনে একটি চলন্ত ট্রেন থেকে নামতে পারেন। তাই ট্রেনে হোলি খেলার পরিকল্পনা করার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন।
ইতিমধ্যেই ট্রেনে বা স্টেশন চত্বরে হোলি খেলা নিয়ে সতর্কবার্তা দিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই দুই চত্বরে হোলি খেলতে না করেছে রেলওয়ে। তাই রেলযাত্রা জেলযাত্রা যাতে না হয়, সেই দিকে খেয়াল রাখুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -