বাড়ির বিমায় আছে দারুণ সুবিধা, অনেকেই জানেন না এই বিষয়গুলি
বহু টাকার বাড়ি তৈরি করেও এই কাজ করেন না অনেকেই। পরিসংখ্যান বলছে, ভারতে বাড়ি বিমা কেনার হার মাত্র ১ শতাংশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে কোনও ধরনের দুর্ঘটনা ঘটে গেলে আদতে ভুগতে হয় বাড়ির মালিককে।
বাড়ির আশেপাশে আগুন ও চুরির খবর খুব সাধারণ। বাড়ির বিমা আপনাকে সব অপ্রত্যাশিত ঘটনা থেকে রক্ষা করে।
Comprehensive Home Insurance: এই ধরনের বিমাকে আপনার সমস্ত প্রয়োজনের জন্য একটি পরিকল্পনা বলা যেতে পারে কারণ এটি ভবনের কাঠামো, বিষয়বস্তু এবং বাসিন্দাদের রক্ষা করে।
বাড়ির সামগ্রীর ক্ষতির ক্ষেত্রে এটি পলিসিধারককে বাজার মূল্যের উপর ভিত্তি করে টাকা দিয়ে থাকে। যেমন, গহনা, ইলেকট্রনিক্স আইটেম, গিজমো, টিভি, রেফ্রিজারেটর ইত্যাদি।
স্ট্রাকচার ইন্স্যুরেন্স: এটি প্রাকৃতিক বা অস্বাভাবিক দুর্যোগে কাঠামোগত ক্ষতির বিরুদ্ধে ঘরকে রক্ষা করে। এটি ডাকাতি, চুরি, সন্ত্রাসবাদী হামলা ও ছাদের ক্ষতি,রান্নাঘর ও বাথরুমের জিনিসপত্র ইত্যাদির মতো বিষয়গুলি থেকেও রক্ষা করে।
এই বিমা সেইসব বাড়ি মালিকদের জন্য উপকারী যারা বাড়িতে থাকেন না। কারণ এটি মালিককে ভাড়া বা জনসাধারণের ক্ষতির ভিত্তিতে বিমা করার অধিকার দেয়। রেন্টার ইন্স্যুরেন্স- এটি ভাড়াটিয়ারা ক্রয় করতে পারে ।
তাদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন গয়না, আসবাবপত্র,ইলেকট্রনিক্স সরঞ্জাম ও তাদের ভাড়া করা জায়গার ভিতরে রাখা পোশাকও কভার করে এই বিমা।
ফায়ার ইন্স্যুরেন্স-দীপাবলির আগুনের মতো ঘটনা সারা দেশে অতি সাধারণ। একটি বাড়িতে আগুন বিধ্বংসী আকার ধারণ করতে পারে। বাড়ির অগ্নি বিমা একটি অপরিহার্য বিষয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -