Space Internet: মহাকাশে কি ইন্টারনেট চলে, মহাকাশচারীরা কীভাবে যোগাযোগ করেন?

Internet in Space: মহাকাশে ইন্টারনেট কিভাবে কাজ করে? অনেকেই জানতে চান। আসুন, এর রহস্য জেনে নেওয়া যাক।

Continues below advertisement

যখন মানুষ মহাকাশে থাকে, তখন সেখানে ইন্টারনেট কীভাবে কাজ করে?

Continues below advertisement
1/8
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো মহাকাশ স্টেশন সরাসরি কিন্তু পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে না। এর পরিবর্তে ডেটা নাসা এর ট্র্যাকিং ও ডেটা রিলে স্যাটেলাইট সিস্টেম এর মত রিলে স্যাটেলাইটে পাঠানো হয়।
2/8
এই রিলে স্যাটেলাইট সিগন্যাল গ্রাউন্ড স্টেশনগুলোতে ফরোয়ার্ড করে। মহাকাশচারীরা সরাসরি স্পেস সার্ভার থেকে ইন্টারনেট ব্রাউজ করেন না।
3/8
তাঁরা পৃথিবীর কম্পিউটারে নিয়ন্ত্রণ করতে রিমোট ডেস্কটপ প্রযুক্তি ব্যবহার করেন। উচ্চ কম্পাঙ্কের রেডিও সংকেতগুলি মহাকাশ যোগাযোগের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
4/8
এটি নভোচারীদের শব্দ, ভিডিও এবং বৈজ্ঞানিক তথ্য পাঠাতে সাহায্য করে। যদিও পৃথিবী-ভিত্তিক ব্রডব্যান্ডের তুলনায় ব্যান্ডউইথ বেশি সীমিত।
5/8
বর্তমানে লেজার অথবা অপটিক্যাল কমিউনিকেশন গেম চেঞ্জার হয়ে উঠেছে। লেজার রেডিও তরঙ্গের তুলনায় অনেক বেশি দ্রুত ডেটা ট্রান্সমিট করতে পারে।
Continues below advertisement
6/8
মহাকাশে সংকেত অনেক বেশি দূরত্ব অতিক্রম করে। তাই খানিকটা বিলম্ব হয়। এমনটা পৃথিবীর কক্ষপথ থেকে দূরের মিশনে বেশি হয়।
7/8
এটি মোকাবেলা করার জন্য বিজ্ঞানীরা ডিলে/ডিসরাপশন টলারেন্ট নেটওয়ার্কিং তৈরি করেছেন, যা প্রায়শই মহাকাশের ইন্টারনেট হিসাবে পরিচিত।
8/8
যদি কক্ষপথের গতি বা ইন্টারফেসের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে বিলম্ব বা বিঘ্ন সহনশীল নেটওয়ার্কিং প্রযুক্তি অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে। সংযোগ পুনরুদ্ধার হওয়ার পরে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরোয়ার্ড হয়ে যায়।
Sponsored Links by Taboola