AC Consumption: বিলের ভয়ে মেপে এসি চালান? কত ইউনিট খরচ হবে হিসেব করা যায় আগেই

Electric Bill: বিল কীসের উপর নির্ভর করবে তা জানার আগে এসি নিয়ে কয়েকটি তথ্য জেনে নেওয়া যাক।

নিজস্ব চিত্র

1/10
গ্রীষ্মকালে তো বটেই, আমাদের রাজ্যে বর্ষাকালেও ভ্যাপসা গরমে ভোগান্তি হয় আমাদের। অনেকেই বাধ্য় হয়ে এসি লাগান ঘরে।
2/10
কোনওভাবে এসি কেনার টাকা জোগাড় করে ফেলেন অনেকে। তারপর চিন্তা বাড়ায় বিদ্যুতের বিল। টানা এসি চললে স্বাভাবিকভাবেই বিল বেশি আসে। খরচও বেড়ে যায়।
3/10
বিল কীসের উপর নির্ভর করবে তা জানার আগে এসি নিয়ে কয়েকটি তথ্য জেনে নেওয়া যাক। বাজারে বিভিন্ন সংস্থার বিভিন্ন ধরনের এসি পাওয়া যায়।
4/10
টন-এর হিসেবে ব্যক্তিগত কারণে বা বাড়িতে ব্যবহৃত এসির মাপ হয়ে থাকে। ১, ১.৫. ২ টন- এরকম বিভিন্ন মাপের এসি রয়েছে।
5/10
এই টনের পরিমাপ এসির ঠান্ডা করার ক্ষমতা বোঝায়। এটি লোড বোঝায় না। যত বেশি টনের এসি, তত বেশি ঠান্ডা করার ক্ষমতা।
6/10
যদি কোনও ঘরের আয়তন ১০x১০x১০ অর্থাৎ ১০০০ ঘনফুট হয়ে থাকে। তাহলে সাধারণত ১ টনের এসি-তে কাজ চলে যায়। যত বড় ঘর, তত বেশি টনের এসি লাগবে। আবার ছাদের তলার ঘরে উত্তাপ বেশি, তাই সেক্ষেত্রে ১০০০ ঘনফুট ঘরেরও অন্তত দেড় টের এসি লাগতেই পারে।
7/10
এক তারা বা 1 star থেকে পাঁচ তারা বা 5 Star- এই পাঁচটি ক্যাটাগরিতে রয়েছে এসি। যত বেশি স্টার রেটিং তত কম বিদ্যুৎ খরচ তত কম। কিন্তু যত বেশি স্টার রেটিং, বিদ্যুৎ সাশ্রয় ততটাই বেশি হলেও এসির দামও ততটাই বেড়ে যায়।
8/10
যদি এসিতে লেখা থাকে 2.5KW, তাহলে এর অর্থ ওই এসি একঘণ্টা একটানা চললে ২.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এই হিসেব করে মোটামুটি এসি কতক্ষণ চললে কতটাকা বিল আসতে পারে তার একটা ধারনা করা যায়।
9/10
ইদানিং রাজ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটেছে। কলকাতা শহর এবং লাগোয়া জেলাগুলিতে ঘনঘন এমন ঘটনা ঘটেছে। কখনও কখনো গোটা রাত বিদ্যুৎ নেই, এমনও হয়েছে। বিদ্যুৎবণ্টন সংস্থার তরফে বারবার বলা হয়েছে এর জন্য অতিরিক্ত লোড দায়ী।
10/10
অনেকসময়েই এসি কিনলেও বিদ্যুৎ অফিসে জানানো হয় না। যার ফলে কোনও এলাকায় একসঙ্গে অনেকে এসি কিনে নিলে, বিদ্যুতের চাহিদাও বেড়ে যায়। সেই লোড না থাকলে ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়। ফলে এসি কিনলেই নিয়ম মেনে বিদ্যুৎ সংস্থাকে জানালে বিভ্রাটও হবে না, এসির স্বাস্থ্যও ভাল থাকবে।
Sponsored Links by Taboola