Income Tax: প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ? তবুও জমা করা যাবে আয়কর, কীভাবে জানেন ?
আয়কর দফতরের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল প্যান ও আধার কার্ড লিঙ্ক করানোর জন্য। যারা এখনও লিঙ্ক করাননি, তাঁদের প্যান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্যান নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় আয়কর জমা করার ক্ষেত্রে নানারকম সমস্যা দেখা দিতে পারে করদাতাদের। প্যান নিষ্ক্রিয় হলে কি আয়কর জমা দেওয়া যাবে না ? ছবি- ফ্রিপিক
প্যান কার্ডের সঙ্গে আধারের যারা লিঙ্ক করাননি বলে প্যান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাঁরা আধার কার্ডের মাধ্যমে ITR ফাইলিং করতে পারেন। ছবি- ফ্রিপিক
৩১ মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে চলতি অর্থবর্ষ আর এর আয়কর জমার তাগিদ তাই এখন থেকেই শুরু করদাতাদের মধ্যে। ছবি- ফ্রিপিক
২০২৩-২৪ অর্থবর্ষের ITR ফাইলিং আগামী ৩১ জুলাই পর্যন্ত করা যাবে যাদের অডিটের প্রয়োজন নেই এরকম করদাতাদের। ছবি- পিটিআই
প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে করদাতা আধারের মাধ্যমে ওটিপি যাচাইকরণ প্রক্রিয়ায় আয়কর জমা করতে পারেন। ছবি- ফ্রিপিক
এক্ষেত্রে করদাতাদের বিকল্প পদ্ধতিতে ওটিপি যাচাই করতে হবে। নেট ব্যাঙ্কিং, এটিএম ইত্যাদি মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন যাচাই করা সম্ভব। ছবি- ফ্রিপিক
তবে করদাতারা সমস্যায় পড়তে পারেন রিফান্ডের ক্ষেত্রে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আয়করের রিফান্ড নাও আসতে পারে। ছবি- ফ্রিপিক
আয়কর দফতর স্পষ্টই জানিয়েছিল যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালে আয়কর জমার যে রিফান্ডের টাকা তা আটকে যাবে। ছবি- ফ্রিপিক
২০২৩ সালে ৩০ জুন ছিল আধারের সঙ্গে প্যান লিঙ্কের শেষ সময়সীমা। তবে এখনও কেউ চাইলে কিছু চার্জ দিয়ে এই আধার প্যান লিঙ্ক করিয়ে নিতে পারেন। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -