UPI Pin Change: গুগল পে এবং ফোন পে অ্যাপে ইউপিআই পিন কীভাবে পরিবর্তন করবেন?
আমাদের প্রায় সকলের ক্ষেত্রেই ইউপিআই পেমেন্ট এখন অন্যতম ভরসা। দোকানে, বাজারে কিছু কেনা হোক কিংবা অন্যান্য প্রায় সব ক্ষেত্রেই আজকাল অনলাইনেই আর্থিক লেনদেন সম্পন্ন হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউপিআই- এর ক্ষেত্রে বেশ জনপ্রিয় মাধ্যম হল গুগল পে বা জি পে, ফোন পে এবং পেটিএম। সাধারণত এই তিন মাধ্যমের সাহায্যেই বেশিরভাগ ইউজার ইউপিআই পেমেন্ট করে থাকেন। এইসব মাধ্যমে কীভাবে ইউপিআই পিন পরিবর্তন করবেন, তা জেনে নেওয়া যাক।
প্রসঙ্গত উল্লেখ্য, ইউপিআই পিন কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। যদি একান্তই কোনওভাবে আপনার ইউপিআই পিন ফাঁস হয়ে যায় তাহলে আপনি আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই ইউপিআই পিন বদলে ফেলা উচিত।
যদি ইউপিআই পিন দিতে গিয়ে আপনি পরপর তিনবার ভুল পিন দিয়ে ফেলেন তাহলে সেই মুহূর্তে ট্রানজাকশনের জন্য আপনাকে ইউপিআই পিন রিসেট করতে হবে। অর্থাৎ নতুন পিন দিতে হবে। অথবা অপেক্ষা করতে হবে ২৪ ঘণ্টা।
ইউপিআই পিন মূলত একটি ৪ কিংবা ৬ সংখ্যার পিন হয়। ইউপিআই পেমেন্টের অ্যাপের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে। আর এই পিন নম্বরের মাধ্যমেই আসল টাকার লেনদেন সম্পন্ন হয়।
গুগল পে- তে ইউপিআই বদলের জন্য আপনার ফোনে অ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান ইনস্টল থাকা প্রয়োজন। অ্যাপের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করে তা সিলেক্ট করে নিতে হবে।
তারপর তিনটি ডট অপশনের উপর ক্লিক করে ইউপিআই পিন চেঞ্জ অপশন খুঁজে নিতে হবে। এবার চেঞ্জ ইউপিআই পিন অপশনে ট্যাপ করে বর্তমানে যে ইউপিআই নম্বর রয়েছে সেটা দিতে হবে এবং পরবর্তী ধাপে এগোতে হবে।
এরপর দিতে হবে নতুন ইউপিআই পিন নম্বর। আবার নতুন পিন লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করে এগোতে হবে। তাহলেই পরিবর্তন হয়ে যাবে পিন নম্বর।
ফোন পে অ্যাপেও প্রায় একই ভাবে ইউপিআই পিন পরিবর্তন করা যাবে। এখানেও অ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান থাকা প্রয়োজন।
গুগ্ল পে- এর মতোফোন পে অ্যাপের ইউপিআই পিন নম্বর পরিবর্তনের সময় প্রথমে একবার পুরনো পিন লিখতে হবে। তারপর নতুন পিন নম্বর দিতে হবে এবং সেটা রি-কনফার্ম করতে হবে। তাহলেই সফলভাবে পিন নম্বর বদল সম্ভব হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -