PAN-Aadhar Link: প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়লে কী কী করবেন?
প্যান-আধার লিঙ্ক করিয়েছেন? এখনও করাননি? হাতে কিন্তু আর বেশিদিন সময় নেই। সমস্যায় পড়তে না চাইলে ৩০ জুনের মধ্যে অতি অবশ্যই প্যান-আধার লিঙ্ক করে নিতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্তমানে প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়লে কী কী করবেন একনজরে দেখে নিন। কয়েকটি সহজ ধাপেই প্যান-আধার লিঙ্ক করা যাবে।
সবার আগে ভালভাবে দেখে নিন যে আপনার প্যান এবং আধার কার্ডে যেন নাম, জন্ম তারিখ, লিঙ্গ- এইসব তথ্য সঠিক থাকে।
এগুলোকে বলে ডেমোগ্রাফিক ডিটেলস। দুটো কার্ডেই যেন একই রকমের ডেমোগ্রাফিক ডিটেলস থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
প্যান-আধার লিঙ্ক করার আগে অনলাইনে এই দুই কার্ডের যাবতীয় তথ্য আপডেট করে নেওয়া প্রয়োজন। কারণ প্যান কার্ড বা আধার কার্ডে তথ্য আপডেট করা না থাকলে প্যান-আধার লিঙ্ক করা সম্ভব হবে না।
প্যান কার্ড আপডেট করার জন্য ইউজারদের যেতে হবে www.pan.utiisl.com- এই ওয়েবসাইটে। আর আধার কার্ড আপডেট করার জন্য ইউজারদের খুলতে হবে ইউআইডিএআই- এর অফিশিয়াল ওয়েবসাইটে।
সমস্ত তথ্য আপডেট করার পর প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার চেষ্টা করুন ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর বিভাগের ই-পোর্টালের মাধ্যমে।
এরপরেও যদি আপনার প্যান-আধার লিঙ্ক না হয়, তাহলে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের পথে এগোতে হবে। এক্ষেত্রে ৫০ টাকা চার্জ লাগবে যা দিতে হবে প্যান সার্ভিস প্রোভাইডারদের সেন্টারদের।
৩০ জুনের মধ্যেও প্যান-আধার লিঙ্ক করতে হলে কিন্তু জরিমানা দিতে হবে ১০০০ টাকা। আগে এই পরিমাণ ছিল ৫০০ টাকা। ৩০ জুনের মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তাকে জরিমানাও দিতে হবে।
আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করার কারণে যদি প্যান কার্ড লক হয়ে যায় তবে আপনি এমন কোনও সুবিধা নিতে পারবেন না, যেখানে প্যান কার্ড বাধ্যতামূলক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -