UPI Lite: গুগল পে-তে ইউপিআই লাইটের মাধ্যমে কীভাবে পিন ছাড়া টাকা পাঠানো সম্ভব?
ইউপিআই- এর মাধ্যমে টাকা লেনদেনের ব্যাপারে আমরা প্রায় সকলেই অবগত। তবে ইউপিআই লাইট বলেও একটি পেমেন্ট সিস্টেম রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২২ সালের সেপ্টেম্বর মাসে ইউপিআই লাইট পেমেন্ট সিস্টেম চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাধারণভাবে যে ইউপিআই সিস্টেম আমরা ব্যবহার করে থাকি, তারই আরও সরলীকৃত একটি ভার্সান হল এই ইউপিআই লাইট।
কম পরিমাণ টাকার লেনদেনের ক্ষেত্রে এই পেমেন্ট সিস্টেম খুবই কার্যকরী। ব্যাঙ্ক প্রসেসিংয়ে অসুবিধা বা অন্য কোনও কারণেও এই পেমেন্ট সিস্টেমে টাকার লেনদেন অসফল হয় না।
কম পরিমাণ টাকা লেনদেনের জন্যই এই অ্যাপ ডিজাইন করা হয়েছে। ইউপিআই- এর ক্ষেত্রে প্রতিদিন টাকা লেনদেনের সীমা ১ লক্ষ টাকা। তবে ইউপিআই লাইটের ক্ষেত্রে এই পরিমাণ ২০০ টাকা (প্রতি ট্রানজাকশন বা লেনদেনে)।
ইউপিআই লাইট পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে চাইলে সবার প্রথমে এই পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে।
একবার ইউপিআই লাইট পেমেন্ট সিস্টেমে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে সেখানে দিনে দু'বার ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা পর্যন্ত যুক্ত করা যাবে।
গুগল পে- তে ইউপিআই লাইটের ব্যবহার, পিন ছাড়াই টাকার লেনদেন সম্ভব, কীভাবে করবেন, জেনে নেওয়া যাক সহজ পদ্ধতিগুলি।
প্রথমে গুগল পে অ্যাপ খুলতে হবে নিজের ফোনে। এবার প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করতে হবে। এরপরে পে পিন ফ্রি ইউপিআই লাইট অপশনে ট্যাপ করতে হবে।
স্ক্রিনে যেরকম বার্তা আসবে তা অনুসরণ করে ইউপিআই লাইট ব্যালেন্সে টাকা যোগ করতে হবে। যে ব্যাঙ্কে ইউপিআই লাইট সাপোর্ট রয়েছে এরকম ব্যাঙ্ক টাকা যোগ করার জন্য বেছে নিন।
একবার টাকা যোগ করা হয়েছে গেলে ইউপিআই পিন ছাড়াই ২০০ টাকা পর্যন্ত টাকার লেনদেন করা যাবে। এমনি ইউপিআই- তে টাকা পাঠানোর জন্য যেখানে পিন দিতে হয়, এক্ষেত্রে সেই জায়গায় ইউপিআই লাইট অপশন বেছে নিলে এক ক্লিকেই টাকা পৌঁছে যাবে অন্যত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -